UPI Feature Phone: সুখবর, ইন্টারনেট ছাড়াই ফিচার ফোন দিয়ে হবে ইউপিআই পেমেন্ট, চালু হল UPI123Pay ও DigiSaathi

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস, আজ ৮ মার্চ ইউপিআই১২৩পে (UPI123Pay) নামে ফিচার ফোনের জন্য ইউপিআই পরিষেবা চালু করেছিলেন। এছাড়া তিনি ডিজিটাল পেমেন্টের জন্য ২৪x৭ হেল্পলাইন – ডিজিসাথীও (DigiSaathi) চালু করেছেন।

জানিয়ে রাখি, UPI 123Pay গ্রাহকদের স্ক্যান এবং অর্থ প্রদান ব্যতীত প্রায় সমস্ত লেনদেনের জন্য ফিচার ফোন ব্যবহার করার অনুমতি দেবে। এমনকি এই লেনদেনের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না। এই সুবিধাটি ব্যবহার করার জন্য গ্রাহকদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ফিচার ফোনের সাথে লিঙ্ক করতে হবে।

প্রসঙ্গত, ইউপিআই পেমেন্ট প্ল্যাটফর্মটি ২০১৬ সালে চালু করা হয়েছিল। এখন এটি অর্থ লেনদেনের অন্যতম জনপ্রিয় মাধ্যম। তবে শুরুতে ইউপিআই পেমেন্ট কেবল একটি স্মার্টফোন-সমর্থিত পেমেন্ট প্ল্যাটফর্ম ছিল। অর্থাৎ গ্রামাঞ্চলের অনেক লোক, যারা এখনও ফিচার ফোন ব্যবহার করেন, তারা এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারছিল না। সেই কারণে গত ডিসেম্বরে আরবিআই ফিচার ফোনে ইউপিআই চালু করার পরিকল্পনা ঘোষণা করে।

ফিচার ফোন দিয়ে ইউপিআই পেমেন্ট করতে পারার ফলে ডিজিটালভাবে লেনদেন আরও বৃদ্ধি পাবে । পাশাপাশি এই পরিষেবা স্মার্টফোন বা ইন্টারনেট কানেকশন ছাড়াই মানুষের একটি বড় অংশকে ডিজিটালভাবে লেনদেন করতে সহায়তা করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন