Pulsar কিনতে লম্বা লাইন, মোটরসাইকেল মার্কেটে হারানো স্থান পুনরুদ্ধার করছে Bajaj

Avatar

Published on:

Bajaj Auto January 2023 Sales

গাড়ি কোম্পানিগুলির সংগঠন সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স বা সিয়াম (SIAM) ইতিমধ্যেই জানুয়ারিতে বিভিন্ন টু-হুইলার সংস্থার বেচাকেনার পরিসংখ্যান প্রকাশ করেছে। এবার বাজাজ অটো (Bajaj Auto)-র মডেল ভিত্তিক বিক্রিবাটার খতিয়ান সামনে এল। বর্তমানে মোটরসাইকেল বিক্রিতে শীর্ষস্থানে থাকা Hero MotoCorp-এর পরেই রয়েছে বাজাজ। আসুন আগের মাসে বাজাজের বাইক বিক্রির হালহকিকত জেনে নিই।

জানুয়ারিতে Bajaj Auto-র মোটরসাইকেল বিক্রি

গত মাসে চাকানের সংস্থাটি বাইক বিক্রিতে যথেষ্ট জোয়ার দেখেছে। তাদের সর্বাধিক বিক্রিত মডেল হিসেবে উঠে এসেছে Pulsar 125 সিরিজের নাম। Pulsar 125 ও Pulsar NS 125 একত্রিতভাবে মোট ৪৯,৫২৭ ইউনিট বিক্রি হয়েছে। ৪১,৮৭৩ ইউনিট বিক্রির মাধ্যমে তালিকার দ্বিতীয় স্থান দখল করেছে Platina 100 ও Platina 110।

তালিকার তিন নম্বরে পালসারের মোট চারটি মডেল রয়েছে। N160, NS160, RS 200 ও NS 200 সম্মিলিতভাবে মোট ১৭,৩৩৭ জন ক্রেতাকে আকৃষ্ট করতে পেরেছে। Pulsar 150 ও Pulsar P150 এর ১৬,৯৭০ ইউনিট বেচেছে বাজাজ। এর পরের দুই স্থানে রয়েছে CT 110X ও CT 125X। আগের মাসে বাইক দুটির যথাক্রমে ২,৯২৯ ও ২,২৭২ ইউনিট বিক্রি হয়েছে।

তালিকার পরবর্তী স্থানে রয়েছে Bajaj Avenger Street 160। বাইকটি মোট ১,৭০১ জন ক্রেতা বাড়ি নিয়ে এসেছেন। এরপর রয়েছে Dominar 250, Dominar 400, Pulsar N250 ও F250 এবং Avenger 220 Cruise। এদের অবশ্য কারোর বিক্রি ১,০০০ ইউনিট পার করতে পারেনি।

Bajaj Pulsar 220F নয়া অবতারে ফিরছে

Pulsar 250 সিরিজের বিক্রি বন্ধের পর নয়া অবদানে আসতে চলেছে Pulsar 220F। ডিলারশিপে ইতিমধ্যেই বাইকটির বুকিং গ্রহণ শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া পোস্টার থেকে জানা গিয়েছে, এটি ১.৩৯ লক্ষ টাকা এক্স-শোরুম মূল্যে লঞ্চ হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অফিশিয়ালি লঞ্চ হতে চলেছে এই লেজেন্ড বাইক। 

সঙ্গে থাকুন ➥