Royal Enfield এর ঝোড়ো ইনিংস অবশেষে থামল, Classic, Bullet 350-র চাহিদায় ভাটা

Avatar

Published on:

Royal Enfield sells 70766 Motorcycles in November 2022

নভেম্বর মাস Royal Enfield এর ঝোড়ো ইনিংস অবশেষে থামিয়ে দিল। তবে অক্টোবর মাসের নিরিখে বিক্রি কমলেও, গত বছরের একই সময়ের তুলনায় সংস্থার মোটরসাইকেলের চাহিদা অনেকটা বৃদ্ধি পেয়েছে। গত মাসে Classic 350-র নির্মাতা মোট ৭০,৭৬৬ নতুন ক্রেতার হদিশ পেয়েছে। যার মধ্যে দেশের বাজারে তারা মোট ৬৫,৭৬০টি মোটরবাইকের চাবি নতুন গ্রাহকদের হাতে তুলে দিয়েছে। তুলনাস্বরূপ ২০২১-এর নভেম্বরে তাদের বেচাকেনার পরিমাণ ছিল মাত্র ৪৪,৮৩০ ইউনিট। ফলে তাদের বিক্রিতে ৪৭ শতাংশ জোয়ার লক্ষ্য করা গেছে।

দেশের বাজারে বিক্রিতে বৃদ্ধি ঘটলেও ২০২১-এর নভেম্বরের তুলনায় রপ্তানিতে ভাটা দেখেছে রয়্যাল এনফিল্ড। আগের বছর ওই সময়ে যেখানে তারা ৬,৮২৪ ইউনিট বাইক বিদেশের বাজারে সরবরাহ করেছিল, সেটা গত মাসে কমে ৫,০০৬ ইউনিটে দাঁড়িয়েছে। ফলে রপ্তানিতে পতনের হার ২৭%।

এই প্রসঙ্গে রয়্যাল এনফিল্ডের সিইও বি গোবিন্দরাজন বলেন, “যেহেতু আমাদের মোটরসাইকেলগুলি ভারতে উৎসবের মরসুমের পরেও ভালো বিক্রি আনছে, তাই আমরা নভেম্বরে EICMA এবং রাইডার ম্যানিয়া-তে বহুল প্রতীক্ষিত ক্রুজার Super Meteor 650 উন্মোচনের মাধ্যমে আমাদের পোর্টফোলিও উন্নত করেছি। সমগ্র বিশ্বের ক্রেতাদের থেকে প্রাথমিক প্রতিক্রিয়া বেশ আশানুরূপ পাওয়া গিয়েছে। আমাদের বিশ্বাস এটি বিশ্বব্যাপী ক্রুজার সেগমেন্টে একটি পাকাপোক্ত জায়গা করে নেবে।”

উল্লেখ্য, এ বছর অক্টোবরের তুলনায় নভেম্বরে রয়্যাল এনফিল্ডের টু-হুইলারের বিক্রিতে পতন ঘটেছে। উৎসবের মাসে তারা মোট ৮২,২৩৫ ইউনিট বাইক বিক্রি করেছিল। আবার পুজোর সময় দেশের বাজারে ৭৬,৫২৮টি বাইক বিক্রির ফলে গত মাসে চাহিদা ১৪ শতাংশ হ্রাস ঘটেছে। এছাড়া অক্টোবরের তুলনায় রপ্তানিতেও ১২.৩% ভাটা দেখা গেছে।

সঙ্গে থাকুন ➥