শাওমির কোন কোন ফোনে পাওয়া যাবে MIUI 12 আপডেট, দেখুন পুরো লিস্ট

কথা মতোই লঞ্চ হল শাওমির নতুন ইউআই এমআইইউআই ১২। কোম্পানি আজ চীনে Mi 10 Youth Edition স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনেই ব্যবহার হয়েছে নতুন কাস্টম ওএস। এছাড়াও কোম্পানি আজ জানিয়েছে কোন কোন ফোনে MIUI 12 এর আপডেট আসবে। যদিও সেখানে Xiaomi Mi 10 Lite (Europe), POCO X2, POCO F1, Redmi Note 6 Pro, Mi A3, Mi A2 এবং Mi A1 ফোনগুলি সামিল নেই। আসুন MIUI 12 কাস্টম ওএস এ কি ফিচার থাকবে ও কোন কোন ফোনে এর আপডেট আসবে তা জেনে নিই।

এমআইইউআই ১২ সম্পর্কে বলতে গিয়ে শাওমি জানিয়েছে, ব্যবহারকারীরা ডিভাইসে স্ট্রিমলাইংয়ের অভিজ্ঞতা পাবেন। নতুন এই কাস্টম ইউজার ইন্টারফেসে কোম্পানি আপডেটেড ডার্ক মোড ফিচার দেবে। ডার্ক মোড ২.০ নামের এই নতুন মোডটি কীভাবে কাজ করবে সে সম্পর্কে কোম্পানি বিস্তারিত জানিয়েছে। কোম্পানি আগের ডার্ক মোড ফিচারের সাথে আরও কিছু বৈশিষ্ট্য যুক্ত করেছে। এর ফলে নতুন এই ডার্ক মোড আপনার ফোনের ওয়ালপেপারকে পুরোপুরি অন্ধকার করবে না। কোম্পানি আলোর গ্রেডিয়েন্ট ট্রানজিশন এটির উপর প্রয়োগ করবে।

এই ফোনগুলি তে পাওয়া যাবে MIUI 12 আপডেট :

– Mi 6
– Mi 6X
– Mi CC9 Pro
– Mi CC9
– Mi CC9 Meitu Custom Edition
– Mi MIX 3
– Mi MIX 2s
– Mi MIX 2
– Mi Note 3
– Mi Max 3

– Mi 10 Pro
– Mi 10
– Mi 9 Pro 5G
– Mi 9
– Mi 9 SE
– MI 8 Screen Fingerprint Edition
– Mi 8 Youth Edition
– Mi 8 Explorer Edition
– Mi 8 SE
– Mi 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *