236 কিমি মাইলেজে অন্য সবার ঘুম ছোটাবে Simple One ই-স্কুটার, লঞ্চ হতে আর ছ’দিন

সিম্পল এনার্জি (Simple Energy) অবশেষে এ মাসে তাদের বহু প্রতীক্ষিত ইলেকট্রিক স্কুটার Simple One নতুন অবতারে লঞ্চ করতে চলেছে। ২৩ মে অফিশিয়াল লঞ্চের দিনক্ষণ হিসেবে ধার্য করা হয়েছে। ইতিমধ্যেই ই-স্কুটারটির গণ উৎপাদনে হাত লাগিয়েছে সিম্পল। লঞ্চের প্রাক্কালে শেষ বারের মতো দেশের রাস্তায় দর্শন মিলল স্কুটারটির। আদ্যোপান্ত ক্যামোফ্লেজে মোড়ানো অবস্থায় ধরা দিয়েছে।

Simple One এ মাসেই লঞ্চ হচ্ছে

বাজারে সিম্পল ওয়ান-এর প্রতিদ্বন্দ্বী মডেলগুলির মধ্যে রয়েছে – Ola S1 Pro, Ather 450X, TVS iQube S ও Bajaj Chetak। গত দু’বছর ধরে স্কুটারটির ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। সেজন্য অটোমোটিভ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস বা এআইএস ১৫৬ বিধি ৩ মেনে হাজির হবে এটি। সংস্থার দাবি, স্কুটারটির নতুন ভার্সন আগের চাইতে আরও বেশি দ্রুত গতিসম্পন্ন, অধিক সুরক্ষিত ব্যাটারি এবং পাওয়ারট্রেন রয়েছে।

Simple-one-electric-scooter-spied-testing

সিম্পল জানিয়েছে তাদের ওয়ান ইলেকট্রিক স্কুটারটি ভারতের বাজারে উপলব্ধ ব্যাটারি চালিত টু-হুইলারগুলির মধ্যে সর্বাধিক রেঞ্জ প্রদান করবে। ফলে রেঞ্জ নিয়ে ক্রেতাদের উদ্বেগ অনেকটাই লাঘব করতে সক্ষম হবে এটি। ওয়ান-কে “দেশের প্রথম সস্তার প্রিমিয়াম ইলেকট্রিক ভেহিকেল” – বলে আখ্যায়িত করেছে সিম্পল।

Simple One ব্যাটারি, রেঞ্জ ও মোটর

Simple One সম্পূর্ণ চার্জে ২৩৬ কিলোমিটার পথ চলতে সক্ষম হবে বলে দাবি করেছে এর নির্মাতা। প্রতি ঘন্টায় ১০৫ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ সহ ব্যাটারিচালিত স্কুটারটি ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ ২.৭৭ সেকেন্ডে তুলতে সক্ষম। ৪.৮ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ইলেকট্রিক ব্যাটারির সাথে এতে দেওয়া হয়েছে ৮.৫ কিলোওয়াট বৈদ্যুতিক মোটর, যার আউটপুট ৭২ এনএম টর্ক।

Simple One চারটি রঙের বিকল্প সহ কেনা যাবে। এগুলি হল – ব্র্যাজেন ব্ল্যাক, নাম্মা রেড, অ্যাজিওর ব্লু এবং গ্রেস হোয়াইট। ডিজাইনের প্রসঙ্গে বললে, এতে স্পোর্টি লুক দেওয়া হয়েছে। স্কুটারটিতে উপস্থিত একটি টাচস্ক্রিন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অ্যাপ কানেক্টিভিটি। লাইটিং কন্ডিশনের ওপর নির্ভর করে লাইট অথবা ডার্ক মোডে এতে ম্যাপ সহ রাইডিং সম্পর্কিত বিভিন্ন তথ্য দেখা যাবে।