HS Result 2021: আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, রেজাল্ট কীভাবে দেখবেন জেনে নিন

WBCHSE HS Result 2021: আজ অর্থাৎ ২২ জুলাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হবে। বিকাল ৪টে থেকে অনলাইনে রেজাল্ট (HS Result 2021) দেখা যাবে। পরীক্ষার্থীরা WBCHSE এর অফিসিয়াল ওয়েবসাইট wbchse.nic.in সহ আরও কয়েকটি সাইট থেকে রেজাল্ট দেখতে পাবেন।

Higher Secondary Result কোন কোন ওয়েবসাইট থেকে দেখা যাবে

উপরে উল্লেখিত ওয়েবসাইট ছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা Wbresults.nic.in, exametc.com থেকে রেজাল্ট দেখতে পারবেন।

পরীক্ষার্থীরা এসএমএস করে বা WBCHSE এর মোবাইল অ্যাপ থেকেও রেজাল্ট চেক করতে পারবেন।

স্কুলের প্রধান শিক্ষক বা তাদের অনুমোদিত প্রতিনিধিদের ২৩ শে জুলাই, সকাল ১১.০০ টা থেকে তাদের নিজ নিজ ডিস্ট্রিবিউশন ক্যাম্প থেকে মার্কশিট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে। ৫২টি ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে মার্কশিট বিতরণ করা হবে।

করোনা পরিস্থিতিতে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকের পরীক্ষাও হয়নি। তাই মাধ্যমিকের সেরা ৪টি সাবজেক্টের নম্বর, একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নম্বর ও দ্বাদশ শ্রেণীর প্রোজেক্টর ওপর ভিত্তি করে রেজাল্ট প্রকাশ করবে পর্ষদ। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮.৫ লক্ষ।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন