৮ই জুন বিশ্ব বাজারে লঞ্চ হচ্ছে Xiaomi Black Shark 5, 5 Pro, জেনে নিন ফিচার

পোকো (Poco), সিভি (Civi) এবং রেডমি (Redmi)-এর পাশাপাশি স্মার্টফোন প্রস্তুতকারক শাওমি (Xiaomi)-এর ব্ল্যাক শার্ক (Black Shark) নামে আরও একটি সাব-ব্র্যান্ড রয়েছে, যারা প্রধানত গেমিং স্মার্টফোনের বাজারকে লক্ষ্য করে অভিনব ডিজাইনের শক্তিশালী হ্যান্ডসেট লঞ্চ করে থাকে। সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মাস দুয়েক আগে চীনে Black Shark 5 সিরিজটি উন্মোচন করার পর, ব্র্যান্ডটি অবশেষে এই সিরিজে অন্তর্ভুক্ত Black Shark 5 এবং 5 Pro মডেলদুটিকে মালয়েশিয়ার বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে। নতুন ডিভাইসগুলি আগামী ৮ জুন (বুধবার) মালয়েশিয়ায় আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে।

Black Shark 5 সিরিজ মালয়েশীয় বাজারে আসছে আগামী মাসেই

মালয়েশিয়ায় আগামী ৮ জুন সন্ধ্যা ৭ টায় (ভারতীয় সময় বিকাল ৪:৩০) ব্ল্যাক শার্ক ৫ এবং ৫ প্রো হ্যান্ডসেট দুটির লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে সংস্থা। ব্ল্যাক শার্ক সেদিনই এই সিরিজের মূল্য এবং প্রি-অর্ডার প্রোমোশনের বিষয়ে ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। লঞ্চ ইভেন্টটি আনুষ্ঠানিকভাবে ব্ল্যাক শার্ক মালয়েশিয়ার অফিসিয়াল ফেসবুক (Facebook) পেজ এবং টিকটক (TikTok) চ্যানেলের মাধ্যমে লাইভ স্ট্রিম করা হবে।

ব্ল্যাক শার্ক ৫ সিরিজের স্পেসিফিকেশন (Black Shark 5 Series Specifications)

গত মার্চে চীনে লঞ্চ হওয়া ব্ল্যাক শার্ক ৫ এবং ৫ প্রো-উভয় মডেলেই ১৪৪ হার্টজ পর্যন্ত পরিবর্তনশীল রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি+ (২,৪০০ x ১,০৮০ পিক্সেল) স্যামসাং ই৪ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেগুলি ১৩০০ নিট পিক ব্রাইটনেস, ডিসি ডিমিং, এইচডিআর১০+ এবং পি৩ কালার গ্যামটের ১০০% কভারেজ অফার করে। ডিভাইসগুলিতে ৭২০ টাচ স্যাম্পলিং রেট এবং ডুয়েল-জোন চাপ-সংবেদনশীল স্ক্রিন রয়েছে, যা ব্যবহারকারীর মোবাইল গেমিংয়ের অভিজ্ঞতাকে উন্নত করতে পারে।

পারফরম্যান্স অনুসারে, Black Shark 5 Pro কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত। এতে ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি ইউএফএস ৩.১ + এসএসডি স্টোরেজ পাওয়া যায়। স্টোরেজের এই ইউএফএস + এসএসডি সংমিশ্রণটিকে ডিস্ক অ্যারে ২.০ (Disk Array 2.0) প্রযুক্তি বলা হয় এবং এর জন্য 5 Pro-এর ‘রিড এন্ড রাইট’ গতি যথাক্রমে ৫৫% এবং ৬৯% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, Black Shark 5 মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ সহ পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, উভয় গেমিং ডিভাইসে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সাপোর্ট সহ ৪,৬৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং কোম্পানি দাবি করে যে, মাত্র ১৫ মিনিটে ফোনগুলির চার্জ সম্পূর্ণ হয়। সবশেষে, হ্যান্ডসেটগুলি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক জয়ইউআই ১৩ (JoyUI 13) কাস্টম স্কিনে রান করে।