একবার চার্জে ১২ দিন নিশ্চিন্ত, Xiaomi Smart Band 7 Pro বিশ্ব বাজারে লঞ্চ হল

Avatar

Published on:

Xiaomi Smart Band 7 Pro Launched

বিশ্ববাজারে আত্মপ্রকাশ করল নতুন ওয়্যারেবল ডিভাইস, Xiaomi Smart Band 7 Pro। গত জুলাই মাসে এটি চীনে আত্মপ্রকাশ করলেও, স্মার্ট ব্যান্ডটি বিশ্ব বাজারে পাওয়া যাবে। এতে রয়েছে একাধিক হেলথ ফিচার এবং স্পোর্টস মোড। সংস্থার মতে, একক চার্জে ডিভাইসটি ১২ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Xiaomi Smart Band 7 Pro ব্যান্ডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Xiaomi Smart Band 7 Pro এর দাম ও লভ্যতা

ইউরোপীয় বাজারে শাওমি স্মার্ট ব্যান্ড ৭ প্রো ব্যান্ডের দাম ধার্য করা হয়েছে ৯৯ ইউরো (প্রায় ৮,০০০ টাকা)। এটি আইভরি, অলিভ, অরেঞ্জ, ব্লু, ব্ল্যাক, পিংক, পাইন গ্রীন এবং মুন গ্রে এই কালারের স্ট্রাইপ ভ্যারিয়েন্টে উপলব্ধ।

Xiaomi Smart Band 7 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

শাওমি স্মার্ট ব্যান্ড ৭ প্রো ১.৬৪ ইঞ্চি আয়তক্ষেত্রাকার অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ২৮০x৪৬৮ পিক্সেল এবং ডিসপ্লেটি ৫০০ নিট সর্বোচ্চ ব্রাইটনেস অফার করবে। আর অলওয়েজ অন ডিসপ্লে ফিচার সাপোর্ট করার পাশাপাশি এতে রয়েছে ১৮০ টিরও বেশি ওয়াচফেস। এমনকি জলের ৫ মিটার গভীর পর্যন্ত ব্যান্ডটি সুরক্ষিত থাকবে। তাছাড়া এতে কুইক রিলিজ স্ট্র্যাপ উপলব্ধ।

অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ব্যান্ডটিতে থাকছে হার্ট রেট মনিটর, SPo2 সেন্সর এবং স্লিপ ট্র্যাকার। তাছাড়া এতে ১৪ টি প্রফেশনাল স্পোর্টস মোড সহ মোট ১১৭ টি ওয়ার্কআউট মোড সাপোর্ট করবে। এমনকি ওয়্যারেবলটিতে ইন-বিল্ট জিপিএস টেকনোলজি বর্তমান।

Xiaomi Smart Band 7 Pro এর ব্যাটারি প্রসঙ্গে বলতে গেলে, এতে ব্যবহৃত হয়েছে ২৩৫ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ১২ দিন পর্যন্ত ব্যান্ডটিকে সক্রিয় রাখবে। তাছাড়া এর অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য এনএফসি, বিল্ট-ইন অ্যালেক্সা, কন্ট্রোলিং স্মার্টহোম ডিভাইস সাপোর্ট ইত্যাদি।

সঙ্গে থাকুন ➥