টাচ প্যানেল সল Just Corseca Snow Pods ইয়ারবাড ভারতে লঞ্চ হল, দাম দেখে নিন

Avatar

Published on:

Just Corseca Snow Pods TWS Launched in India

ভারতের লঞ্চ হল Just Corseca ব্র্যান্ডের Snow Pods ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড। এর্গোনমিক ডিজাইন এবং হাই এন্ড প্রিমিয়াম ফিচার সহ আসা নতুন এই ইয়ারফোনটি ইউজারকে কমফোর্টেবল লিসনিং এক্সপেরিয়েন্স প্রদান করবে বলে দাবি করেছে সংস্থাটি। তাছাড়া এতে রয়েছে ব্লুটুথ ৫.৩ এবং টাচ প্যানেল। আসুন দেখে নেওয়া যাক নতুন Just Corseca Snow Pods ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Just Corseca Snow Pods-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Just Corseca Snow Pods ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজন, ফ্লিপকার্ট এবং মিন্ত্রা থেকে কিনতে পাওয়া যাচ্ছে ইয়ারবাডটি।

Just Corseca Snow Pods-এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Just Corseca Snow Pods ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড এর্গোনমিক হাফ ইন-ইয়ার ডিজাইনে এসেছে, যার প্রত্যেকটি বাডের ওজন মাত্র ৩৮ গ্রাম। আর এতে রয়েছে টাচ প্যানেল। যার মাধ্যমে কল রিসিভ করা, ভলিউম অ্যাডজাস্ট করা এবং মিউজিক নিয়ন্ত্রণ ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট চালু করা সম্ভব।

অন্যদিকে, ইয়ারফোনটিতে উন্নতমানের ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি উপলব্ধ। ফলে একদিকে যেমন এর রেঞ্জ অনেকদূর পর্যন্ত বিস্তৃত থাকবে, আবার তেমনই চার্জিং কেসের ঢাকনা খোলার সাথে সাথে রেঞ্জের মধ্যে থাকা যেকোনো ডিভাইসের সঙ্গে এটি দ্রুত যুক্ত হতে যেতে পারবে।

এবার আসা যাক Just Corseca Snow Pods ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এর প্রত্যেকটি ইয়ারবাডে দেওয়া হয়েছে ৩০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ৪ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। আবার এর চার্জিং কেসে রয়েছে ২০০ এমএএইচ ব্যাটারি, যা ২০ ঘন্টা পর্যন্ত লিসেনিং টাইম অফার করবে।

সঙ্গে থাকুন ➥