যেমন প্রিমিয়াম দেখতে তেমন উন্নত ফিচার্স, লঞ্চের আগে Oppo Reno 9 Pro-র সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস

Avatar

Published on:

Oppo Reno 9 Pro full specifications leaked

Oppo Reno 9 সিরিজটি আগামী ২৪ নভেম্বর চীনের মার্কেটে আত্মপ্রকাশ করতে চলেছে। সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে যে, PHM110, PGX110 এবং PGW110 মডেল নম্বর যুক্ত তিনটি নতুন ওপ্পো ফোন Reno 9 সিরিজে অন্তর্ভুক্ত রয়েছে। আর এখন, PGX110 মডেলটি চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মের ডেটাবেসে উপস্থিত হয়েছে, যা আসলে আসন্ন সিরিজের Pro মডেলটির সাথে যুক্ত রয়েছে। আর যথারীতি টেনার তালিকাটি আপকামিং ডিভাইসটির মূল স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছে। চলুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।

ওপ্পো রেনো ৯ প্রো-এর সম্ভাব্য স্পেসিফিকেশন – Oppo Reno 9 Pro Expected Specifications

PGX110 মডেল নম্বর সহ ওপ্পো রেনো ৯ প্রো মডেলটি টেনা সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। এর তালিকা অনুসারে, হ্যান্ডসেটটিতে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে যা ১,০৮০ x ২,৪১২ পিক্সেল এবং ১০-বিট কালার এবং ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করবে। অফিসিয়াল রেন্ডার অনুসারে, হ্যান্ডসেটটিতে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট সহ কার্ভড-এজ ডিসপ্লে থাকবে। স্ক্রিনটি ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে এবং স্ক্রিনে নিরাপত্তার জন্য একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অন্তর্ভুক্ত থাকবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, ডিভাইসটি ২.৮৫ গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে, যা মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮১০০-ম্যাক্স চিপসেট বলে মনে করা হচ্ছে। এটি সম্ভবত ১২ জিবি / ১৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ অফার করবে। কিন্তু ওপ্পো চায়নার ওয়েবসাইটে ডিভাইসের তালিকায় দেখা যাচ্ছে যে, এটি দুটি ভিন্ন ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এগুলি হল, ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ বা ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ।

ফটোগ্রাফির জন্য, Oppo Reno 9 Pro-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের লেন্স থাকবে, যা একটি আল্ট্রা-ওয়াইড স্ন্যাপার হতে পারে। সম্ভবত ডিভাইসটিতে প্রধান ক্যামেরা হিসেবে কোম্পানির মারিসিলিকন (MariSilicon) আইএসপি দ্বারা চালিত সনি আইএমএক্স৮৯০ সেন্সরটি অবস্থান করবে। আর ফোনের সামনে সেলফির জন্য একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে।

Oppo Reno 9 Pro অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) কাস্টম স্কিনে রান করবে। এটিতে একটি আইআর (IR) ব্লাস্টারও থাকবে। Reno 9 Pro-এর অফিসিয়াল রেন্ডারগুলি প্রকাশ করেছে যে, এটি ব্ল্যাক, গোল্ড এবং গ্রেডিয়েন্ট যুক্ত গোল্ড কালার অপশনে বেছে নেওয়া যাবে।

সঙ্গে থাকুন ➥