বাজারে আসছে পোকোর নতুন ফোন Poco X5 Pro, থাকবে শক্তিশালী Snapdaragon প্রসেসর

Avatar

Updated on:

Poco X5 Pro Spotted IMEI Database

পোকো খুব শীঘ্রই তাদের Poco X5 সিরিজের স্মার্টফোন বাজারে আনতে চলেছে। এই লাইনআপে Poco X5 এবং Poco X5 Pro মডেল দুটি অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই, 22101320G/22101320I মডেল নম্বর সহ এই সিরিজের একটি ডিভাইস ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন সহ একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। আর এখন, ডিভাইসটি IMEI ডেটাবেসে উপস্থিত হয়েছে, যা এর চূড়ান্ত বাণিজ্যিক নামটি নিশ্চিত করেছে। চলুন তাহলে এখনও পর্যন্ত Poco X5 সিরিজের আসন্ন ডিভাইস সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Poco X5 Pro-কে দেখা গেল IMEI ওয়েবসাইটে

22101320G মডেল নম্বর সহ একটি পোকো ব্র্যান্ডের হ্যান্ডসেট আইএমইআই সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে, যা প্রকাশ করেছে যে এটি পোকো এক্স৫ প্রো ৫জি নামে বাজারে আত্মপ্রকাশ করবে। এই মডেলটি সম্ভবত এক্স৫ প্রো ৫জি-এর গ্লোবাল মডেল। আর ভারতীয় মডেলটির মডেল নম্বর সম্ভবত 22101320I।

প্রসঙ্গত, আইএমইআই ডেটাবেসের তালিকাটি সুপরিচিত টিপস্টার মুকুল শর্মা স্পট করেছেন, যিনি জানিয়েছেন যে, এই ডিভাইসটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ এছাড়া, এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৮২জি চিপসেটটি ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে।

জানিয়ে রাখি, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৮২জি চিপটি হল মূলত স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস প্রসেসরের একটি রিফ্রেশ করা সংস্করণ, যা একটি ৬ ন্যানোমিটার নোডের ওপর ভিত্তি করে নির্মিত। এটি স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাসের তুলনায় ৫% দ্রুত সিপিইউ (CPU) পারফরম্যান্স এবং ১০% দ্রুত জিপিইউ (GPU) পারফরম্যান্স প্রদান করতে সক্ষম। পোকো এক্স৫ প্রো সম্পর্কিত সাম্প্রতিক রিপোর্টগুলি থেকে জানা গেছে যে, এটিতে সম্ভবত ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ আইপিএস এলসিডি প্যানেল থাকবে। এই মডেলটি লঞ্চের পর কি কি অফার করতে পারে, সে সম্পর্কে ধারণা পেতে চলুন পূর্বসূরি পোকো এক্স৪ প্রো ৫জি-এর স্পেসিফিকেশনগুলি একবার দেখে নেওয়া যাক।

পোকো এক্স৪ প্রো ৫জি-এর স্পেসিফিকেশন – Poco X4 Pro 5G Specifications

পোকো এক্স৪ প্রো ৫জি-তে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুল-এইচডি রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দ্বারা চালিত, যার সাথে সর্বাধিক ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ যুক্ত রয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Poco X4 Pro 5G-তে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, X4 Pro 5G-তে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়াও, এতে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং একটি মাইক্রোএসডি কার্ড স্লট অন্তর্ভুক্ত রয়েছে।

সঙ্গে থাকুন ➥