স্মার্টফোনের বাজারে বাজিমাত করার অপেক্ষায় Sony Xperia, পারফরম্যান্স বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ

Avatar

Published on:

Sony Xperia Smartphones Coming Qualcomm Snapdragon Soc

Qualcomm এবং Sony তাদের পার্টনারশিপ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল। যার প্রমাণ স্বরুপ বহুজাতিক সেমিকন্ডাক্টর ব্র্যান্ডটি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, জাপানের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা সংস্থার আসন্ন প্রত্যেকটি মিড-রেঞ্জ এবং ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাইনআপে ব্যবহারের জন্য তারা তাদের সর্বাধিক জনপ্রিয় স্ন্যাপড্রাগন (Snapdragon) চিপসেট অফার করতে থাকবে।

Sony-র প্রত্যেকটি মিড-রেঞ্জ থেকে প্রিমিয়াম হ্যান্ডসেটে থাকবে Qualcomm Snapdragon চিপসেট

সোনি এবং কোয়ালকম দীর্ঘদিন ধরেই একসাথে স্মার্টফোন তৈরি করছিল। এই পার্টনারশিপ তারা আরও বাড়াতে চলেছে। সেই কারণেই তারা ঘোষণা করেছে যে, মিড-রেঞ্জ থেকে ফ্ল্যাগশিপ সেগমেন্টের অধীনে আসন্ন প্রত্যেকটি সোনি ব্র্যান্ডেড স্মার্টফোন উক্ত সেমিকন্ডাক্টর সংস্থা নির্মিত স্ন্যাপড্রাগন এসওসি প্ল্যাটফর্ম দ্বারা চালিত হবে। তদুপরি, এই চুক্তি কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট চিপসেট ব্যবহারের অনুমোদন পত্র নয়। এক্ষেত্রে সংস্থা দুটি জানিয়েছে যে, তারা নিত্যনতুন মোবাইল টেকনোলজি উদ্ভাবন করার ক্ষেত্রে একসাথে কাজ করবে। আরো সহজ করে বললে, সামগ্রিক ইউজার এক্সপিরিয়েন্স উন্নত করা এবং নতুন প্রযুক্তির সাথে ‘ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড’ -কে অন্য স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্য রেখেছে সোনি ও কোয়ালকম।

অতএব, Sony ব্র্যান্ডিংয়ের প্রত্যেকটি পরবর্তী প্রজন্মের প্রিমিয়াম হ্যান্ডসেটে আরো উন্নত তথা অ্যাডভান্স পারফরম্যান্স এবং সামঞ্জস্যপূর্ণ ইউজার এক্সপিরিয়েন্স সহ দুর্দান্ত অপ্টিমাইজেশন পাওয়া যাবে বলে আশা করতে পারি আমরা।

কোয়ালকম সিডিএমএ টেকনোলজিসের সিনিয়র ভিপি এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট ও.এইচ কোয়ানের (O.H. Kwon) এই বিষয়ে বলেছেন, “আমাদের দীর্ঘদিনের পার্টনার, সোনির সাথে হাত মিলিয়ে পরবর্তী প্রজন্মের প্রিমিয়াম মোবাইল প্রযুক্তিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া কাজ চালিয়ে যেতে পারবো, এই ঘোষণা করতে পেরে আমরা খুবই রোমাঞ্চিত।”

অন্যদিকে সোনি কর্পোরেশনের মোবাইল কমিউনিকেশন বিভাগের প্রধান সিতোমু হামাগুচি (Tsutomu Hamaguchi) হালফিলে ঘোষণা করেছেন যে, Snapdragon 8 Gen 2 মোবাইল প্রসেসর তাদের সর্বশেষ Xperia 1 V ফ্ল্যাগশিপ স্মার্টফোন ক্রেতাদের দ্বারা দারুন ভাবে প্রসংশিত হয়েছে৷ যে কারণে তারা ভবিষ্যতে স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করে তাদের স্মার্টফোনগুলিতে প্রিমিয়াম এবং আরো আকর্ষক ইউজার এক্সপিরিয়েন্স প্রদানের জন্য কোয়ালকম টেকনোলজিসের সাথে একসাথে কাজ চালিয়ে যাবে।

সঙ্গে থাকুন ➥