Realme 12 5G: রিয়েলমির বিশাল চমক, আনছে ডায়নামিক বাটন যুক্ত প্রথম ফোন

Avatar

Published on:

Realme 12 5g dynamic button feature teased could be similar to apple action button

রিয়েলমি আগামী ৬ মার্চ ভারতের বাজারে Realme 12 5G লঞ্চ করতে চলেছে। এটি Realme 12+ 5G-এর সঙ্গে আসবে। লঞ্চের আগে এখন কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে Realme 12 5G হবে প্রথম হ্যান্ডসেট, যাতে ডায়নামিক বাটন রয়েছে। ফ্লিপকার্ট (Flipkart) থেকে প্রকাশিত একটি নতুন টিজার প্রকাশ করেছে যে, Realme 12 5G-এর পাওয়ার বাটনটি ক্যামেরা শাটার, ফ্ল্যাশলাইট, সাইলেন্ট মোড, এরোপ্লেন মোড, ডিএনডি (DND)-এর মতো কাস্টম অ্যাকশনের জন্য ব্যবহার করা যেতে পারে।

Realme 12 5G-এ মিলবে অ্যাকশন বাটন

চীনা ব্র্যান্ডটি রিয়েলমি ১২ ৫জি-এর ডায়নামিক বাটনের বৈশিষ্ট্য সম্পর্কে বিশদ তথ্য এখনও প্রকাশ করেনি, তবে টিজার ইমেজটি ইঙ্গিত করে যে এটি অ্যাপলের অ্যাকশন বাটনের মতোই একটি ফিচার হতে পারে। অ্যাকশন বাটনটির সাহায্যে ব্যবহারকারীরা ক্যামেরা, ফোকাস, ফ্ল্যাশলাইট, ম্যাগনিফায়ারের মতো কাজগুলি করতে পারেন।

জানিয়ে রাখি, অ্যাপল তাদের আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলে অ্যাকশন বাটনটি চালু করেছে। রিয়েলমির ডায়নামিক বাটনটিকে অ্যাপলের প্রো সিরিজের এক্সক্লুসিভ ফিচারটিকে সাশ্রয়ী মিড-রেঞ্জ সেগমেন্টের স্মার্টফোনগুলিতে আনার প্রচেষ্টা হিসাবে দেখা যেতে পারে। সাধারণত, এই ধরনের বৈশিষ্ট্য অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর চাহিদার তালিকায় থাকে।

প্রসঙ্গত, রিয়েলমি এর আগেও অ্যাপল আইফোন দ্বারা অনুপ্রাণিত ডিজাইন এবং ফিচার তাদের ডিভাইসে যুক্ত করেছে। কোম্পানি iPhone 14-স্টাইল ক্যামেরা মডিউল সহ বেশ কয়েকটি হ্যান্ডসেট লঞ্চ করেছে। গত বছর, রিয়েলমি অ্যাপলের ডায়নামিক আইল্যান্ডের অনুকরণ করে তাদের Realme C55 সহ বেশ কিছু ফোনে মিনি ক্যাপসুল নামের ফিচারটিও চালু করেছিল। আশা করা যায় যে, আগামী সপ্তাহে লঞ্চ ইভেন্টের আগে Realme 12 5G সম্পর্কে আরও তথ্য কোম্পানির তরফে প্রকাশ করা হবে।

সঙ্গে থাকুন ➥