150W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট, ফের এক দুর্ধর্ষ স্মার্টফোন নিয়ে হাজির হচ্ছে Realme

Avatar

Published on:

Realme GT Neo 5 150w charging variants

চলতি বছরের শুরুতে, Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেটের সাথে Realme GT Neo 5 লঞ্চ হয়েছে। তারপর বাজারে আসে Realme GT Neo 5 SE, যা বিশ্বের প্রথম Snapdragon 7 Plus Gen 2 প্রসেসর যুক্ত ফোন। এখন জানা গিয়েছে, কোম্পানি একটি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করার পরিকল্পনা করছে, যা Realme GT Neo 5-এর থেকেও শক্তিশালী হবে। এটি Realme GT Neo 5 Pro নামের সাথে চীনে লঞ্চ হবে। ইতিমধ্যেই ডিভাইসটির স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। আর এখন, এক সুপরিচিত টিপস্টার ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ করেছেন। তিনি আরও জানিয়েছেন, ফোনটি দুটি চার্জিং ভ্যারিয়েন্টে আসতে পারে।

Realme GT Neo 5 Pro দুটি চার্জিং অপশনে আসতে পারে

চীনা টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশনের দাবি, স্মার্টফোনটি এক জোড়া ২,৫৪০ এমএএইচ সেল অফার করবে, যা ৫,০০০ এমএএইচ (টিপিক্যাল ভ্যালু) ব্যাটারি হিসাবে বাজারজাত হবে। তিনি যোগ করেছেন যে, ডিভাইসটি ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসবে। যদিও, এর আগে টিপস্টার বলেছিলেন যে, জিটি নিও ৫ প্রো ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। তাই মনে হচ্ছে যে, ফোনটি সম্ভবত ১০০ ওয়াট এবং ১৫০ ওয়াট চার্জিং অপশনের সাথে আসবে, যেমন স্ট্যান্ডার্ড রিয়েলমি জিটি নিও ৫ মডেলটি চীনে ২৪০ ওয়াট এবং ১৫০ ওয়াট চার্জিং ভ্যারিয়েন্টে উপলব্ধ।

ডিজিট্যাল চ্যাট স্টেশনের পূর্ববর্তী রিপোর্টগুলি প্রকাশ করেছে যে, জিটি নিও ৫ প্রো-এ ৬.৭৪ ইঞ্চির ওলেড ডিসপ্লে থাকবে, যা 1.5K রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং সাপোর্ট করবে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট ব্যবহৃত হবে, যা ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ৫১২ জিবি/ ১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত থাকবে।

ক্যামেরার ক্ষেত্রে, রিয়েলমি জিটি নিও ৫ প্রো-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে। এছাড়াও শোনা যাচ্ছে যে, RMX3820 এবং RMX3823 মডেল নম্বর সহ যে রিয়েলমি ফোনগুলিকে সম্প্রতি চীনের মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (MIIT) সার্টিফিকেশন প্ল্যাটফর্মের ডেটাবেসে দেখা গেছে, সেগুলি সম্ভবত Realme GT Neo 5 Pro-এর দুটি চার্জিং ভ্যারিয়েন্ট।

এই ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটি আগামী জুলাই বা আগস্ট মাসে চাইনিজ মার্কেটে পা রাখতে পারে। এটি লঞ্চের পর iQOO 11s, Redmi K60 Ultra এবং OnePlus Ace 2 Pro সহ আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

সঙ্গে থাকুন ➥