Samsung-কে টেক্কা দিতে কম দামে ফোল্ডিং স্মার্টফোন বাজারে আনছে Realme

Avatar

Published on:

Realme Plans launch Affordable Foldable Smartphone

রিয়েলমি (Realme) তাদের একাধিক সিরিজের অধীনে বেশ কয়েকটি নতুন স্মার্টফোন শীঘ্রই বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। আর এবার কোম্পানির এক উচ্চপদস্থ কর্মকর্তা স্বয়ং এই সকল আসন্ন ডিভাইসগুলির সম্পর্কে বেশকিছু তথ্য শেয়ার করেছেন। আসুন তাহলে জেনে নেওয়া যাক, আগামী দিনে রিয়েলমির স্মার্টফোন রেঞ্জের শোভা বাড়াতে কোন কোন নতুন মডেল বাজারে পা রাখতে চলেছে।

Realme শীঘ্রই বাজারে আনছে ফোল্ডেবল সহ একাধিক রেঞ্জের নতুন স্মার্টফোন

রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট জু কি (Xu Qi) সম্প্রতি জানিয়েছেন যে, ব্র্যান্ডটি তাদের বিদ্যমান সিরিজের কয়েকটি নতুন স্মার্টফোনের পাশাপাশি একটি নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। প্রথমেই আসা যাক জিটি নিও সিরিজের প্রসঙ্গে, কোম্পানি তাদের এই সিরিজটির লেটেস্ট মডেল হিসেবে নতুন রিয়েলমি জিটি নিও ৫ লঞ্চ করার পরিকল্পনা করছে। এছাড়াও, সংস্থাটি এখন থেকে বছরে দুটি করে জিটি নিও সিরিজের মডেল উন্মোচন করার পরিকল্পনা করছে বলেও শোনা যাচ্ছে।

আবার একইভাবে, রিয়েলমি প্রতিবছর দুটি করে নম্বর সিরিজ উন্মোচন করবে বলে শোনা যাচ্ছে। একটি মডেল বছরের মাঝামাঝি লঞ্চ হবে এবং অন্যটি বছরের শেষের দিকে আসবে। জু কি-এর বক্তব্য অনুসারে, প্রতি বছর একটি রেগুলার জিটি সিরিজ মডেলও আত্মপ্রকাশ করবে। তবে, রিয়েলমির সবচেয়ে আকর্ষণীয় লঞ্চ প্ল্যান হল, একটি নতুন ফোল্ডেবল ফোন। ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, সাধ্যের মধ্যে একটি নতুন বাজেট রেঞ্জের ফোল্ডেবল স্মার্টফোনের ওপর বর্তমানে কাজ চলছে।

অর্থাৎ, সংস্থাটি ইতিমধ্যেই এরকম একটি ডিভাইস নিয়ে কাজ করছে এবং এটি বিকাশের পর্যায়ে রয়েছে বলেই মনে হয়। তবে, রিয়েলমি আধিকারিক এই নতুন ডিভাইসটির জন্য কোনও সম্ভাব্য লঞ্চ টাইমলাইন প্রকাশ করেননি বা এই ফোল্ডেবল ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনও ধরণের তথ্যও জানাননি। সুতরাং, এটিতে কি ধরনের ফিচার রয়েছে বা এটির নোটবুক স্টাইলে আসবে, না এতে ক্ল্যামশেল ফোল্ডিং ডিজাইন দেখা যাবে, সেসম্পর্কে এই মুহূর্তে কিছুই জানা যায়নি। তবে, ভবিষ্যতে এই আপকামিং রিয়েলমি ফোল্ডেবল ডিভাইসটির পাশাপাশি আলোচ্য অন্যান্য নতুন স্মার্টফোনগুলির সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা যায়।

সঙ্গে থাকুন ➥