হোলিতে 108MP ক্যামেরায় ছবি তুলে সবাইকে চমকে দিন! অবিশ্বাস্য ছাড় মিলছে Redmi-র এই 5G ফোনে

Avatar

Published on:

Redmi Note 13 5G Discount Offer

Smartphone offer: এখনকার কম দামে স্মার্টফোন কেনাটা কোনো চাপের ব্যাপারইনা, কিন্তু খাতায়-কলমে বিশাল বিশাল স্পেসিফিকেশন থাকলেও সেই ফোন কিনে পরে সন্তুষ্ট হতে পারেননা অনেকেই। সেক্ষেত্রে আপনি যদি এখন 15 হাজার টাকা বাজেটে ভালো ফিচারওয়ালা হ্যান্ডসেট হাতে পেয়ে যান, তাহলে তার চেয়ে ভালো আর বোধহয় কিছু হতে পারেনা। আর মজার বিষয় হল যে, এমনটাও অসম্ভব নয়! যেমন এখন 6GB র‍্যাম এবং 108MP ক্যামেরা বিশিষ্ট Redmi Note 13 5G ফোনটি Flipkart-এ বিশাল ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। এই স্মার্টফোনটি মাত্র কয়েকদিন আগেই বাজারে এসেছে – কিন্তু বর্তমানে ফ্ল্যাট ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার ইত্যাদি মিলিয়ে আপনি এটি 15 হাজার টাকা বা তারও কমে কিনতে পারেন। চলুন, এখন Redmi Note 13 5G-র দাম, অফার এবং স্পেসিফিকেশনসমূহ বিশদে দেখে নিই।

প্রথমবার এত সস্তায় মিলছে Redmi Note 13 5G, দাম দেখে নিন

কয়েক সপ্তাহ আগে লঞ্চ হওয়া শাওমি রেডমি নোট 13 5জি ফোনের 6 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য এমনিতে 20,999 টাকা, তবে ফ্লিপকার্টের অফারে এখন এটি (প্রিজম গোল্ড কালার) সর্বনিম্ন 16,949 টাকায় কেনার জন্য উপলব্ধ হয়েছে। এক্ষেত্রে দামের ওপর আরও 2,000 টাকার ছাড় পাওয়া যেতে পারে, তবে এর জন্য পেমেন্টের সময় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র কার্ড ব্যবহার করতে হবে; অন্যদিকে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডে মিলবে 5% ক্যাশব্যাক পাবেন। থাকবে ইএমআই স্কিম অর্থাৎ কিস্তিতে কেনাকাটার অপশনও।

উল্লেখ্য, এই ফোনে ফ্লিপকার্ট কোনো এক্সচেঞ্জ অফার দিচ্ছেনা। তাই আপনি যদি পুরোনো ফোন বদলে এই ফোন কিনতে চান, তাহলে আপনাকে অন্য কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে, তবে তখন এর দাম শুরু হবে 17,999 টাকা থেকে।

Redmi Note 13 5G-র স্পেসিফিকেশন

রেডমি নোট 13 5জি ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1000 নিটস পিক ব্রাইটনেসযুক্ত 6.67 ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন 2400×1080 পিক্সেল) 1.5K অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6 এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 প্রসেসর, যার সাথে 12 জিবি পর্যন্ত র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত ইউএফএস 2.2 স্টোরেজ থাকবে। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এটি 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট 5000 এমএএইচ ব্যাটারি অফার করবে। আর ফটোগ্রাফির জন্য এই ফোনে পাবেন 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করবে। বিশেষ বিষয় হল যে, এটিতে 3.5 মিমি হেডফোন জ্যাকও দেখা যাবে।

সঙ্গে থাকুন ➥