Realme, Honor -দের টেক্কা দিতে Redmi আনছে 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন, থাকবে এই প্রসেসর

Updated on:

Redmi Note 13 Series Launch Date

খুব শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Note 13 সিরিজ। আসন্ন সিরিজের কয়েকটি মডেল সম্প্রতি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এখন একটি নতুন রিপোর্ট থেকে এই সিরিজের ফোনগুলির নাম, প্রাপ্যতা এবং মূল ফিচার সামনে এসেছে। Xiaomiui এর এই রিপোর্ট অনুযায়ী, রেডমি নোট ১৩ সিরিজে Redmi Note 13 4G, Note 13 5G, Note 13 Pro বা Pro+ ও Note 13 Turbo ফোনগুলি অন্তর্ভুক্ত থাকবে।

Redmi Note 13 সিরিজের ফিচার (সম্ভাব্য)

  • রেডমি নোট ১৩ ৫জি ফোনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সরসহ আল্ট্রা ওয়াইড লেন্স এবং ম্যাক্রো লেন্স থাকতে পারে। 
  • রেডমি নোট ১৩ প্রো বা রেডমি নোট ১৩ প্রো প্লাসে মডেলে ২০০ মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল এইচপি৩ প্রাইমারি রিয়ার সেন্সর সহ ৮ মেগাপিক্সেল সেন্সরসহ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হতে পারে।
  • হ্যান্ডসেটগুলি মিডিয়াটেক ডাইমেনসিটি এসওসি দ্বারা চালিত হতে পারে এবং এগুলি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর সহ আসবে বলে আশা করা হচ্ছে। 
  • আগের এক রিপোর্টে বলা হয়, Redmi Note 13 সিরিজের একটি মডেলে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০+ প্রসেসর থাকবে।
সঙ্গে থাকুন ➥