3000 টাকার কমে সেরা 5 স্মার্টওয়াচ দেখে নিন, রয়েছে ব্লুটুথ কলিং সহ সব অত্যাধুনিক ফিচার

Updated on:

Best 5 Smartwatch under rs 3000

বর্তমানে মানুষ অনেক বেশি স্বাস্থ্য সম্পর্কে সচেতন। ফলে স্মার্টওয়াচ নামের ডিভাইস অনেকেই এখন ব্যবহার করছেন। এইধরনের ওয়্যারেবল ব্লাড অক্সিজেন, হার্ট রেট মনিটরিং থেকে শুরু করে স্লিপ প্যাটার্ন, মানুস্ট্রুয়াল সার্কেল ইত্যাদি সম্পর্কিত ততক্ষনাৎ তথ্য প্রদান করে। এক্ষেত্রে আপনিও যদি নিজের জন্য এমনই একটি স্মার্টওয়াচ কিনতে ইচ্ছুক থাকেন, তবে ই-কমার্স অ্যামাজন (Amazon) -এ চলে যেতে পারেন। কেননা উক্ত অনলাইন শপিং সাইটে অত্যন্ত কম দামে অর্থাৎ ৩,০০০ টাকার কমে একাধিক ব্র্যান্ডের স্মার্টওয়াচ তালিকাভুক্ত আছে।

২০২৩ নভেম্বর মাসে ৩,০০০ টাকার কমে কেনা যাবে এমন ৫টি সেরা স্মার্টওয়াচের তালিকা

Fire-Boltt Phoenix Pro : ১,৩৪৯ টাকা

  • মেটাল বডির ফায়ার-বোল্ট ফিনিক্স প্রো স্মার্টওয়াচে ১.৩৯-ইঞ্চির TFT কালার ডিসপ্লের সাথে এসেছে।
  • এই স্মার্টওয়াচ ৭ দিনের ব্যাটারি লাইফ অফার করে।
  • ১২০টিরও বেশি স্পোর্টস মোড পাওয়া যাবে।
  • AI ভয়েস অ্যাসিস্টেন্ট।

Noise ColorFit Pulse : ১,৪৯৯ টাকা

  • নয়েজ কালারফিট প্লাস স্মার্টওয়াচ দীর্ঘ ১০দিনের ব্যাটারি লাইফ সরবরাহ করবে৷
  • ব্লাড অক্সিজেন রেট, হার্ট রেট, এবং ঘুমের গুণমান নিরীক্ষণের জন্য নয়েজ হেলথ স্যুট বৈশিষ্ট্য অফার করে।
  • এই ওয়্যারেবলে ৬০টিরও বেশি কাস্টমাইজড ওয়াচ ফেস আছে।

Noise Pulse 2 Max : ১,৫৯৯ টাকা

  • নয়েজ দ্বারা লঞ্চ করা এই স্মার্টওয়াচ ১.৮৫-ইঞ্চির উজ্জ্বল TFT LCD ডিসপ্লের সাথে এসেছে।
  • ভালো কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ কলিং এবং ট্রু স্ক্যান প্রযুক্তি বর্তমান।
  • বিভিন্ন ধরনের কাস্টমাইজড ওয়াচ ফেস পাওয়া যাবে।

Fire-Boltt Encore Stainless Steel : ১,৭৯৯ টাকা

  • স্টেইনলেস স্টিল বডি ডিজাইনের সাথে আসা এই স্মার্টওয়াচে রয়েছে ১.৮৩-ইঞ্চির ফুল-স্ক্রিন টাচ TFT কালার ডিসপ্লে।
  • ২৭টি স্পোর্টস মোড এবং ২৪-ঘন্টার হেলথ মনিটরিং ফিচার বিদ্যমান থাকছে।
  • ব্লুটুথ -এর মাধ্যমে ভয়েস কলিং এবং সঙ্গীত পরিচালনার সুবিধা পাওয়া যাবে।

BoAt Wave Elevate : ২,২৯৯ টাকা

  • বোট ব্র্যান্ডিংয়ের এই স্মার্টওয়াচে ১.৯৬-ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে।
  • ইউজাররা এতে ১০টি কন্টাক্ট সেভ এবং ব্লুটুথ কলিং ফিচার ব্যবহার করতে পারবেন৷
  • এই ওয়্যারেবল এজি-নেভিগেশন, ১০০টিরও বেশি স্পোর্টস মোড এবং একাধিক স্বাস্থ্য পর্যবেক্ষণকারী ফিচার অফার করে।
  • বোট ওয়েভ এলিভেট IP67 রেটিং প্রাপ্ত।
সঙ্গে থাকুন ➥