দাম শুরু মাত্র 699 টাকা থেকে, এই 10টি ফিচার ফোন কথা বলার জন্য উপযুক্ত

Avatar

Published on:

আপনি যদি একটি সস্তার মোবাইল ফোন কেনার পরিকল্পনা করে থাকেন তবে, আজ আমরা আপনাকে হদিশ দেবো 1,000 টাকার থেকেও কম মূল্যের 10 টি সেরা হ্যান্ডসেটের। কথাটা অলীক গল্পের মতো শোনালেও, বাস্তবে এটাই সত্যি ! LAVA, DETEL, KARBONN, itel, Micromax এবং Salora-র জনপ্রিয় কোম্পানিগুলি ভারতীয় বাজারে বেশ কয়েকটি ফিচার ফোন লঞ্চ করেছে। যেগুলির দাম শুরু হচ্ছে 699 টাকা থেকে। আর এই প্রত্যেকটি ফোনই পাওয়া যাবে ফ্লিপকার্টে। তাহলে আর দেরী না করে আসুন এই ফোনগুলির বিশেষত্ব এবং দাম জেনে নেওয়া যাক…

১. DETEL D1 Guru :

দেশীয় সংস্থা DETEL -এর এই কম মূল্যের ফোনটিতে, 1.8 ইঞ্চির একটি ছোট ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে থাকছে, 32 এমবি র‌্যাম এবং 32 এমবি অনবোর্ড স্টোরেজ। ছবি তোলার জন্য এতে ইউজাররা, 0.3 মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরা পেয়ে যাবেন। এছাড়া, ফোনে 1,000 mAh ক্যাপাসিটির একটি ব্যাটারিও বর্তমান। DETEL D1 Guru ফোনটির দাম শুরু হচ্ছে 699 টাকার থেকে এবং এতে সংস্থার তরফ থেকে দেওয়া হয়েছে এক বছরের ওয়ারেন্টি।

২. itel IT2163 :

1.8 ইঞ্চির ডিসপ্লে সাইজের সাথে আসা itel IT2163 ফোনটি, SC6531E প্রসেসর দ্বারা চালিত। এতে ডিফল্ট রূপে পাওয়া যাবে, 4 এমবি র‌্যাম এবং 4 এমবি ইন্টারনাল স্টোরেজ। তবে ইউজাররা চাইলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটিকে 32 জিবি পর্যন্ত বাড়াতে পারবেন। এছাড়া, এই স্ট্যান্ডার্ড কীবোর্ড যুক্ত মোবাইলটিকে দীর্ঘক্ষণ সক্রিয় রাখতে একটি 1,000 mAh পাওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। সংস্থাটি এই মডেলের ওপর এক বছরের ওয়ারেন্টি এবং এর অ্যাক্সেসরিজের ক্ষেত্রে ছয় মাসের ওয়ারেন্টি দিয়েছে। দামের কথা বলে, Itel -এর এই ফোনটির প্রারম্ভিক মূল্য, 890 টাকা।

৩. KARBONN K19 Rock :

KARBONN K19 Rock ফোনটি, 1.8 ইঞ্চির ডিসপ্লে সাইজের সাথে এসেছে। এতে 32 এমবি র‌্যাম এবং 32 এমবি ইন-বিল্ড স্টোরেজ রয়েছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 16 জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যেতে পারে। ক্যামেরার কথা বললে, এতে একটি 0.3 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে। এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য এতে, 1,750 mAh ক্যাপাসিটির ব্যাটারি থাকছে। গ্রাহকেরা এই ফোনটির ওপর এক বছরের ওয়ারেন্টি এবং অ্যাক্সেসরিজের ক্ষেত্রে ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন। KARBONN -এর ‘মেড-ইন-ইন্ডিয়া’ এই ফোনটির দাম, 1,090 টাকার থেকে শুরু হয়েছে। তবে ধার্য মূল্যের ওপর 18% ছাড় দেওয়ার দরুন, মডেলটিকে 890 টাকায় পকেটস্থ করা যাবে।

৪. KARBONN K140 Pop :

KARBONN -এর এই ফোনটিতেও, 32 এমবি র‌্যাম এবং 32 এমবি স্টোরেজ ইন-বিল্ড রয়েছে। তবে ইউজাররা চাইলে, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 16 জিবি পর্যন্ত স্টোরেজ বাড়াতে পারবেন। এই মডেলটিতেও থাকছে একটি 1.8 ইঞ্চির ডিসপ্লে। অন্যান্য ফিচারের কথা বললে, এই ফোনটিতে 0.3 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 1,000 mAh ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। এছাড়া, এর ওয়ারেন্টি লিমিড থাকছে পূর্ববর্তী KARBONN K19 Rock মডেলের ন্যায়। উক্ত ফোনটির দাম শুরু হয়েছে, 849 টাকা থেকে। কিন্তু এটিকে এখন 834 টাকায় কিনে নেওয়া যাবে।

৫. Kechaoda A26 :

চীনা মোবাইল সংস্থা Kechaoda -এর এই ফোনটিতে ডিফল্ট রূপে 32 এমবি র‌্যাম এবং 32 এমবি স্টোরেজ রয়েছে, যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 16 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া, 0.66 ইঞ্চি স্ক্রিন সাইজের সাথে আসা এই ফোনটিতে, 800 mAh ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে। ফোনটিতে এক বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে এবং এর প্রারম্ভিক মূল্য 1,099 টাকা। যদিও সংস্থাটি বর্তমানে মডেলটির ওপর 13% ডিসকাউন্ট দিচ্ছে। ফলে এখন এটিকে 949 টাকায় কেনা যাবে।

৬. LAVA A1 Josh :

4 এমবি র‌্যামের সাথে আসা LAVA A1 Josh ফোনটিতে, 1.8 ইঞ্চির QVGA ডিসপ্লে দেখা যাবে। অন্যদিকে, পাওয়ার ব্যাকআপের কথা বললে, এতে 800 mAh -এর ব্যাটারি রয়েছে। LAVA তাদের এই ফোনটিতে এক বছরের ওয়ারেন্টি এবং অ্যাক্সেসরিজের ক্ষেত্রে ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছে। উক্ত ফোনটির দাম, 1,129 টাকার থেকে শুরু হচ্ছে। তবে 15% ডিসকাউন্টের পর এটিকে কিনতে কেবল 955 টাকা খসাতে হবে।

৭. LAVA A1 :

স্পেসিফিকেশনের কথা বললে, এই ফোনে 24 এমবি র‌্যাম এবং 24 এমবি স্টোরেজ বর্তমান, যা মাইক্রোএসডি কার্ডের দ্বারা 32 জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে। এরই সাথে ইউজাররা ফোনে, 1.8 ইঞ্চির ডিসপ্লে এবং 800 mAh ক্যাপাসিটির ব্যাটারি পেয়ে যাবেন। ফোনটির প্রারম্ভিক মূল্য, 1,159 টাকা। কিন্তু 14% ছাড় দেওয়ার পর এটির দাম গিয়ে দাঁড়াচ্ছে 988 টাকায়। এর ওয়ারেন্টি পিরিয়ড এক বছরের।

৮. Micromax X412 :

1.77 ইঞ্চির ডিসপ্লে সাইজের সাথে আসা Micromax X512 ফোনটিতে ইউজাররা, 56 এমবি র‌্যাম এবং 24 এমবি স্টোরেজ পেয়ে যাবেন। আবার ছবি তোলার সুবিধার্থে এই ফোনে দেওয়া হয়েছে, 0.3 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এছাড়া, রয়েছে 1,750 mAh ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ফোনটির দাম, ৯৯৯ টাকার থেকে শুরু হচ্ছে এবং এর ওয়ারেন্টি পিরিয়ড এক বছরের।

৯. Micromax X512 :

Micromax X412 ফোনটিতে রয়েছে, একটি 1.77 ইঞ্চির ডিসপ্লে। এরই সাথে থাকছে, 800 mAh ক্যাপাসিটির ব্যাটারি, 32 এমবি র‌্যাম এবং 32 এমবি ইন-বিল্ড স্টোরেজ। ফোনটির প্রারম্ভিক মূল্য, 849 টাকা এবং এতে এক বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে।

১০. Salora Atom :

এই ফোনটির ডিসপ্লে সাইজ, 1.8 ইঞ্চি। এতে ডিফল্ট রূপে 32 এমবি র‌্যাম এবং 32 এমবি স্টোরেজ পেয়ে যাবেন ইউজাররা। ভালো পারফরম্যান্স সরবরাহ করার জন্য ডিভাইসটি, Spreadtrum প্রসেসর দ্বারা সজ্জিত হয়ে এসেছে। এছাড়া, ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে, 1.3 মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরা এবং 1,000mAh পাওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি উপস্থিত। সংস্থাটি তাদের এই ফোনে এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে। আর ফোনটির দাম শুরু হচ্ছে, মাত্র 639 টাকা থেকে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥