৩৬ জিবি ডেটা সহ কল, BSNL-এর ১০০ টাকার কমে সেরা ডেটা প্যাকগুলি দেখে নিন

Avatar

Published on:

সুলভ মূল্যের 4G ডেটা ভাউচার খুঁজছেন? এক্ষেত্রে দেশের প্রধান টেলকোগুলির ক্রমবর্ধমান ট্যারিফ মাশুল আপনার মুখের হাসি কেড়ে নিতে পারে! তবে অহেতুক চিন্তার কিছু নেই। কারণ চাহিদা অনুযায়ী স্বল্পমূল্যের ডেটা ভাউচার সরবরাহ করে গ্রাহকের পাশে দাঁড়াতে তৈরী রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL)। আজ্ঞে হ্যাঁ, সর্বভারতীয় পরিসরে 4G রোলআউটের ব্যাপারে পিছিয়ে থাকলেও গ্রাহকের প্রয়োজনকে মান্যতা দিয়ে BSNL সামান্য ১০০ টাকারও কম দামে উপযুক্ত কিছু ডেটা ভাউচার নিয়ে বাজারে হাজির। আকস্মিক দরকারের সময় গ্রাহকরা এগুলি বেছে নিতে পারেন। এই প্রতিবেদনে আমরা BSNL-এর ছয়টি এমনই আকর্ষণীয় 4G ডেটা ভাউচার সম্পর্কে জেনে নেবো।

১০০ টাকার কম দামে উপলব্ধ BSNL 4G ডেটা ভাউচার

আগেই উল্লেখ করেছি যে, ১০০ টাকার কম দামে বিএসএনএল ব্যবহারকারীরা মোট ছয়টি ডেটা ভাউচার বেছে নিতে পারবেন। এদের মূল্য যথাক্রমে ১৯, ৫৬, ৭৫, ৯৪, ৯৭ এবং ৯৮ টাকা। ১৯ টাকার বিএসএনএল 4G ডেটা ভাউচার রিচার্জ করলে গ্রাহকেরা ১ দিনের ভ্যালিডিটি সহ মোট ২ জিবি ডেটা খরচের সুযোগ পাবেন। তাৎক্ষণিক ব্যবহারের জন্য এই ভাউচার বেশ উপযোগী। তবে আরেকটু বেশি সুবিধার জন্য সংস্থার গ্রাহকেরা ৫৬ টাকার 4G ডেটা ভাউচার চয়ন করতে পারেন। এটি পুরো ১০ দিনের পরিষেবা মেয়াদ সহ উপলব্ধ। সুবিধার কথা বলতে গেলে ৫৬ টাকার ডেটা ভাউচার রিচার্জ করলে গ্রাহক ১০ জিবি ডেটা খরচের সুবিধা পাবেন। সাথে থাকবে বিনামূল্যে Zing সাবস্ক্রিপশন, যার বৈধতা প্ল্যানের পরিষেবা মেয়াদের সমতুল।

অপেক্ষাকৃত দীর্ঘ পরিষেবা মেয়াদে ডেটা ব্যবহারে আগ্রহী হলে বিএসএনএল গ্রাহকেরা ৭৫ টাকার ভাউচার চয়ন করতে পারেন। এটি পুরো ৫০ দিনের ভ্যালিডিটি সহ উপলব্ধ। ২ জিবি ডেটা খরচের পাশাপাশি এই প্ল্যান ১০০ মিনিটের ফ্রি ভয়েস কলিং ও পিআরবিটি (PRBT) পরিষেবা উপভোগের স্বাধীনতা দেবে।

আবার ৯৪ টাকার ডেটা ভাউচার রিচার্জ করলে বিএসএনএল গ্রাহকেরা মোট ৩ জিবি ইন্টারনেট ডেটা খরচের সুযোগ পাবেন। ৭৫ টাকার ভাউচারের মতো এখানেও উপভোক্তা রিচার্জ পরবর্তী ৬০ দিন পর্যন্ত ১০০ মিনিটের ফ্রি ভয়েস কলিং ও পিআরবিটি পরিষেবা লাভ করবেন। তবে সামগ্রিকভাবে ভাউচারটি ৭৫ দিনের মেয়াদের সহ উপলব্ধ।

এছাড়া, ৯৭ টাকার ডেটা ভাউচার চয়নকারী বিএসএনএল গ্রাহকেরা ১৮ দিনের পরিষেবা মেয়াদে দৈনিক ২ জিবি ডেটা খরচ ও অফুরন্ত ভয়েস কলিংয়ের সুবিধা লাভ করবেন। তাছাড়া এটি বিনামূল্যে Lokdhun পরিষেবা প্রদান করবে।

পরিশেষে ৯৮ টাকার 4G ডেটা ভাউচারের কথা বলি। ২২ দিনের ভ্যালিডিটি সহ উপলব্ধ এই ভাউচার প্রাত্যহিক ২ জিবি ডেটা খরচের সুযোগ প্রদান করবে। তবে বিনামূল্যে Eros Now ওটিটি কনটেন্ট উপভোগের ছাড়পত্র দেওয়ার ফলে এতে কোনো ভয়েস কলিংয়ের সুবিধার সঙ্গে উপলব্ধ নয়।

সঙ্গে থাকুন ➥