iPhone, iPad হ্যাকিংয়ের সম্ভাবনা, সুরক্ষিত থাকতে এই কাজ করার নির্দেশ দিল সরকার

Avatar

Published on:

মার্কিন যুক্তরাষ্ট্রের কুপার্তিনো ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Apple সদ্য তাদের নতুন iOS সংস্করণ রোলআউট করেছে। বেশ কিছু উন্নত সুবিধাজনক ফিচারের সাথে আগত এই সফটওয়্যার আপডেট iPhone ইউজারদের ফোনের সুরক্ষার জন্যেও গুরুত্বপূর্ণ বলে সম্প্রতি দাবি করেছে সরকারের কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম বা সিইআরটি (CERT-In)। তাই অতি দ্রুত তারা iOS প্ল্যাটফর্মের সদস্যদের নয়া আপডেট ডাউনলোডের নির্দেশ দিয়েছেন। CERT জানিয়েছে এর ফলে অ্যাপল ডিভাইস ব্যবহারকারীরা সদ্য দেখা দেওয়া বেশ কয়েকটি সিকিউরিটি ত্রুটির বিপদ থেকে মুক্তি পাবেন।

সিকিউরিটি দুর্বলতাকে কাজে লাগিয়ে Apple ব্যবহারকারীদের নাকাল করতে পারে সাইবার অপরাধীরা

আসলে দেশের কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমের সদস্যেরা কিছুদিন ধরে একাধিক অ্যাপল প্রোডাক্টের মধ্যে উল্লেখযোগ্য সিকিউরিটি দুর্বলতা চিহ্নিত করেছেন। একে কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা অ্যাপল ব্যবহারকারীদের নাকাল করে ছাড়তে পারে বলে তাদের অভিমত। তাছাড়া এর মাধ্যমে হ্যাকারেরা আইফোন সহ অন্যান্য অ্যাপল ডিভাইসে ক্ষতিকারক আরবিট্র্যারি কোড প্রবেশ করিয়ে তাদের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করার সুযোগ পাবে বলেও সিইআরটি সদস্যেরা জানিয়েছেন।

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী প্রধানত মেমোরি ইনিসিয়ালাইজেশন, মেমোরি করাপশন, আউট অফ বাউন্ডস রীড, আউট অফ বাউন্ডস রাইট, টাইপ কনফিউশন, ইউজ আফটার ফ্রি, নাল পয়েন্টার ডিরেফারেন্স অথেন্টিকেশন, কুকি ম্যানেজমেন্ট, বাফার ওভারফ্লো, ভ্যালিডেশন, মেমোরি কনসাম্পশন, অ্যাক্সেস, ইউজার ইন্টারফেস প্রভৃতি ইস্যুর হাত ধরে বিভিন্ন অ্যাপল প্রোডাক্টে নিরাপত্তা ঘটিত দুর্বলতার সৃষ্টি হয়েছে। এদের হাত থেকে রেহাই পেতে হলে সিইআরটি’র নির্দেশ অনুযায়ী নতুন সফটওয়্যার আপডেট ডাউনলোড করতে হবে।

নীচের সফটওয়্যার ভার্সনগুলিতে আটকে থাকলে বাড়বে বিপদ

বিভিন্ন অ্যাপল প্রোডাক্টে বিদ্যমান সিকিউরিটি দুর্বলতার কারণে কোন কোন সফটওয়্যার সংস্করণ ব্যবহারকারীদের সবথেকে বেশি ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে CERT -এর পরামর্শদাতারা সেটাও জানিয়েছেন। তাদের মতে আইফোন ও আইপ্যাডে iOS 15.4, WatchOS 8.5, Apple tvOS 15.4, Apple iTunes Windows 12.12.3, MacOS Monterey 12.3, Apple TV Software 7.9, Logic Pro x 10.7.3 এবং Apple Xcode 13.3 আপডেটগুলির চেয়ে পুরনো সফটওয়্যার সংস্করণ ব্যবহারকারীরা সিকিউরিটি ত্রুটির ফলে হ্যাকারদের দ্বারা সবথেকে বেশি আক্রান্ত হবেন।

সুতরাং সাইবার অপরাধী ও হ্যাকারদের থেকে নিজের ডিভাইস এবং ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত রাখতে হলে আগ্রহীদের অবশ্যই iOS 15.4 আপডেট ডাউনলোড করতে হবে। সম্প্রতি লঞ্চ হওয়া উক্ত আপডেট ডাউনলোডের পরে একজন ফেস মাস্ক থাকা অবস্থাতেও Face ID ব্যবহার করে তাদের iPhone আনলক করতে পারবেন। নতুন আপডেটের সঙ্গে Apple এই নতুন ফিচারটি রোলআউট করেছে।

সঙ্গে থাকুন ➥