FIFA 23 Announced: ফিফা ২৩ গেমের রিলিজ ডেট, প্র-অর্ডারের সময় ও দাম জেনে নিন

Avatar

Published on:

FIFA 23 তাদের অফিসিয়াল ফার্স্ট লুক ট্রেলার প্রকাশ্যে আনল। এখান থেকে অ্যানুয়াল ফুটবল গেমটির নতুন ফিচার সামনে এসেছে। EA Sports প্রথমবার এই সিরিজে, মহিলাদের ক্লাব টিম (Women’s Club Teams) ও ক্রস প্লে সার্পোট যোগ করছে – যা PlayStation, Xbox, ও Windows সিস্টেমের মধ্যে একযোগে খেলার সুবিধা দেবে।

ফিফা ২৩ প্রি-অর্ডার, দাম (FIFA 23 pre-order, price)

উল্লেখ্য FIFA 23 আগামী ৩০ সেপ্টেম্বর রিলিজ হবে। তবে ইতিমধ্যেই এর প্রি-অর্ডার শুরু হয়েছে। Steam ও Epic Games-এ FIFA 23 Standard Edition (PC) এর দাম শুরু হবে ৩,৪৯৯ টাকা থেকে। আবার PS4 ও‌ Xbox One-এ এর মূল্য ৩,৯৯৯ টাকা। এছাড়া PS5-এ দাম ৪,৪৯৯ টাকা।

অন্যদিকে, FIFA 23 Ultimate Edition এর দাম ৪,৭৯৯ টাকা। এই মূল্য Steam ও Epic Games-এর জন্য ধার্য হয়েছে। আবার Xbox Store ও PlayStation Store-এ দাম ৬,৪৯৯ টাকা।

ফিফা ২৩ এর জন্য পিসি সিস্টেম কি লাগবে (FIFA 23 PC system minimum requirements)

১. ৬৪ বিট উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম।

২. AMD Ryzen 5 1600 বা তার উপরের ভার্সন + Radeon RX 570 গ্রাফিক্স কার্ড/ Intel Core i5 6600k বা তার উপরের ভার্সন + GeForce GTX 1050 Ti গ্রাফিক্স কার্ড।

৩. ৮ জিবি মেমোরি।

৪. ৫১২ কেবিপিএস বা তার বেশি ইন্টারনেট স্পিড।

৫. ১০০ জিবি হার্ড ড্রাইভ স্পেস।

সঙ্গে থাকুন ➥