করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন চালু করতে CO-WIN অ্যাপ আনছে সরকার

Avatar

Published on:

চলতি বছর প্রায় শেষের মুখে! কিন্তু করোনা অতিমারী এখনও আমাদের পিছু ছাড়েনি। বিশ্ববাসী এই মারণ ভাইরাসের সাথে প্রতিনিয়ত লড়াই করে চলেছে। যদিও কয়েকদিনের মধ্যেই করোনা প্রতিরোধকারী ভ্যাকসিনের প্রয়োগ শুরু হবে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে ভারত সরকার ফের একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে, যার নাম ‘CO-WIN’। এটি সহজেই দেশবাসীর কাছে ভ্যাকসিন সরবরাহ করবে বলে দাবি করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, খুব তাড়াতাড়ি এই নামে একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা হবে যেখানে সাধারণ মানুষ ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে।

জানা গিয়েছে, CO-WIN প্ল্যাটফর্মটি মূলত ভ্যাকসিনের ডেটা রেকর্ডিংয়ের জন্য ব্যবহৃত হবে এবং এটি স্বাস্থ্যসেবা কর্মীদেরও একটি পৃথক ডেটাবেস তৈরি করবে। আপাতত, ভ্যাকসিন সরবরাহের জন্য প্রয়োজনীয় সমস্ত ডেটা CO-WIN প্ল্যাটফর্মে আপলোড করা হচ্ছে।

উল্লিখিত অ্যাপটিতে অ্যাডমিনিস্ট্রেটর, রেজিস্ট্রেশন, ভ্যাকসিনেশন, বেনিফিসিয়ারি অ্যাকনলেজমেন্ট এবং রিপোর্টের জন্য পৃথক মডিউল থাকবে। এই মডিউলগুলি টিকা দেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়াটি (রেজিস্ট্রেশন থেকে ভেরিফিকেশন) পরিচালনা করবে। ইউজাররা একবার অ্যাপটির জন্য রেজিস্ট্রেশন শুরু করলে, এটি স্থানীয় কর্তৃপক্ষের সরবরাহ করা তথ্যের ওপর ভিত্তি করে ডেটা আপলোড করবে। আগেই বলেছি অ্যাপটি চালু হয়নি, তাই এই মুহূর্তে এটি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য উপলব্ধ নেই, তবে এটি শীঘ্রই প্রকাশ্যে আসবে বলে দাবি করা হচ্ছে।

এই নতুন প্ল্যাটফর্মটি সম্পর্কে পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাকসিন মডিউল, আবেদনকারীদের বিশদ যাচাই করবে, টিকাদানের স্থিতি আপডেট করবে, সুবিধাভোগীদের অ্যাকনলেজমেন্ট এসএমএস পাঠাবে এবং একটি টিকাকরণ সম্পন্ন হওয়ার পরে কিউআর-ভিত্তিক শংসাপত্র তৈরি করবে। সুতরাং আগামী দিনে করোনার টিকাকরণ প্রক্রিয়া জটিল বা ঝামেলা-মুক্ত হবে – এমনটা আশা করাই যায়!

সঙ্গে থাকুন ➥