PF Balance Check: কীভাবে ওয়েবসাইট, এসএমএস এবং মিসড কলের মাধ্যমে পিএফ ব্যালেন্স জানবেন

Avatar

Published on:

বেশিরভাগ কোম্পানি তাদের কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের জন্য বরাদ্দ টাকা মাসের শেষের দিকে অথবা কর্মচারীদের অ্যাকাউন্টে বেতন পাঠানোর ঠিক পরে জমা করে। তা সত্বেও নিয়মিত পিএফ ব্যালেন্স চেক করা এবং সঞ্চয় সম্পর্কিত সমস্ত তথ্যের ওপর নজর রাখার আগ্রহ থেকেই যায় কর্মচারীদের মনে। দ্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও (EPFO) অনলাইন এবং অফলাইনে পিএফ ব্যালেন্স চেক করার একাধিক উপায় প্রদান করে থাকে। যেমন, আপনি ইপিএফও ওয়েবসাইটের মাধ্যমে অথবা ইন্টারনেট বহির্ভূত ব্যবস্থা যেমন এসএমএস (SMS) এবং মিসড কলের মাধ্যমেও পিএফ ব্যালেন্স জানতে পারেন। আজ আমরা এই প্রতিবেদনে ওয়েবসাইট, এসএমএস এবং মিসড কলের মাধ্যমে কীভাবে পিএফ ব্যালেন্স দেখা যায় আপনাদের জানাবো।

পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স কীভাবে জানতে পারবেন (How to Check PF Balance)

অনলাইনে Website এর মাধ্যমে কীভাবে জানবেন পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স

• পিএফ ব্যালেন্স চেক করার জন্য প্রথমে https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login ওয়েবসাইটে যান।

• তারপর লগ ইনের জন্য ইউএএন (UAN) নম্বর, পাসওয়ার্ড ও ক্যাপচা এন্টার করুন।

• এরপর আপনি আপনার হোমপেজে চলে আসবেন যেখানে একজন সদস্য হিসেবে আপনি আপনার প্রোফাইল দেখতে পাবেন।

• এরপর ওপরে ‘ভিউ’ ট্যাবে ক্লিক করার পর ‘পাসবুকে’ ক্লিক করুন। তখন আপনার সামনে আরেকটি নতুন উইন্ডো খুলে যাবে, যেখানে আবার আপনাকে ইউএএন (UAN) নম্বর, পাসওয়ার্ড ও ক্যাপচা লিখতে হবে‌।

• লগ ইন হয়ে গেলে, আপনার মেম্বার আইডি ও এপিএফও সিলেক্ট করলে আপনার বর্তমান পিএফ ব্যালেন্স ও লেনদেনের বিস্তারিত তথ্য জানতে পারবেন।

মনে রাখবেন, ইউনিফায়েড মেম্বার পোর্টেলে রেজিস্ট্রেশনের পর ৬ ঘন্টা পর্যন্তই পাসবুকটি উপলব্ধ থাকে

SMS এর মাধ্যমে কীভাবে জানবেন পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স

• SMS-এর মাধ্যমে পিএফ ব্যালেন্স জানতে হলে, EPFOHO স্পেস ১২ সংখ্যাবিশিষ্ট আপনার ইউএএন (UAN) নম্বর লিখে পাঠিয়ে দিন ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে।

• ম্যাসেজের রিপ্লাইতে আপনার পিএফ ব্যালেন্স দেখতে পাবেন।

কীভাবে Missed Call দিয়ে জানবেন পিএফ ব্যালেন্স

  • আপনার রেজিস্টার্ড নম্বর থেকে ০১১-২২৯০১৪৬০ নম্বরে মিসড কল দিলেই জানতে পারবেন আপনার পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥