সেরা সুযোগ, ৩০০০ টাকা সস্তা হল Mi Watch Revolve স্মার্টওয়াচ, জানুন নতুন দাম

Avatar

Published on:

আগামীকাল অর্থাৎ ২২ জুন ভারতে লঞ্চ হবে Mi Watch Revolve Active। তবে তার আগেই এর পূর্বসূরী Mi Watch Revolve এর দাম কমানো হল। গত বছরে লঞ্চ হওয়া এই স্মার্টওয়াচটি এখন ভারতে ৩,০০০ টাকা কমে পাওয়া যাবে। ফলে আপনি যদি অত্যাধুনিক ফিচারের কোনো স্মার্টওয়াচ খুঁজে থাকেন, তাহলে এমআই ওয়াচ রিভলভ কিনতেই পারেন। কারণ এতে আছে হার্ট রেট, স্লিপ, স্ট্রেস মনিটরিং সেন্সর। আবার এটি ১৪ দিনের ব্যাটারি ব্যাকআপ অফার করে। আসুন Mi Watch Revolve এর নতুন দাম জেনে নেওয়া যাক।

Mi Watch Revolve স্মার্টওয়াচের নতুন দাম

এমআই ওয়াচ রিভলভ স্মার্টওয়াচটি ভারতে ১০,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। তবে এখন এটির ৩,০০০ টাকা দাম কমায়, ৭,৯৯৯ টাকায় স্মার্টওয়াচটি পাওয়া যাবে। নতুন দামে Mi Watch Revolve আজ থেকেই Amazon ও Mi.com থেকে কেনা যাবে। তবে Xiaomi নিশ্চিত করেনি আগামী দিনেও স্মার্টওয়াচটি একই দামে পাওয়া যাবে কিনা। কারণ এর আগেও লিমিটেড পিরিয়ড অফার হিসাবে ওয়াচটির দাম ৩,০০০ টাকা কমানো হয়েছিল।

Mi Watch Revolve স্মার্টওয়াচের স্পেসিফিকেশন, ফিচার

এমআই ওয়াচ রিভলভ ৪৬মিমি গোলাকার ডায়াল সহ লঞ্চ হয়েছিল। এই স্মার্টওয়াচের আছে কর্নিং গরিলা গ্লাস ৩ সহ ১.৩৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ৪৫৪ x ৪৫৪ এবং ব্রাইটনেস ৪৫০ নিটস।

Mi Watch Revolve স্মার্টওয়াচ ১১২টির কাছাকাছি ওয়াচ ফেস সহ এসেছে। আবার এটি অ্যান্ড্রয়েড ৪.৪ এবং আইওএস ১০ এর ওপরের সমস্ত সিস্টেমে কাজ করবে। এতে ১০টি স্পোর্টস মোড উপলব্ধ, যেগুলি হল আউট ডোর রানিং, ট্রেডমিল, সাইকেলিং, ফ্রিষ্টাইল, ফুল সুইমিং, রোইং মেশিন, ইনডোর সাইকেলিং প্রভৃতি। আবার এমআই ওয়াচ রিভলভ স্ট্রেস ম্যানেজমেন্ট, হার্ট রেট ভেরিয়েবিলিটি মনিটরিং, এইচআর মনিটরিং, VO2 ম্যাক্স, এবং বডি এনার্জি মনিটরিং মত ফিচার অফার করে।

কোম্পানির দাবি এই স্মার্টওয়াচটির ১৪ দিনের ব্যাটারি ব্যাকআপ দেবে। এতে আছে ৪২০ এমএএইচ ব্যাটারি, যেটি ফুল চার্জ হতে দু’ঘণ্টা সময় নেয়। এটি ৫এটিএম রেটিং প্রাপ্ত হওয়ায়, ১ মিটার জলের গভীরতায় ৩০ মিনিট থাকতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥