OnePlus 9R ইউজারদের জন্য সুখবর, ব্যাটারি সমস্যার সমাধান নিয়ে এল নতুন আপডেট

Avatar

Published on:

OnePlus 9R ব্যবহারকারীদের জন্য সুখবর। স্মার্টফোনটির একটি গুরুত্বপূর্ণ ইস্যু সমাধানের লক্ষ্যে OnePlus (ওয়ানপ্লাস) নতুন আপডেট রোলআউট করছে। আপডেট রিলিজ করার কথা গতকাল কোম্পানির অফিসিয়াল ফোরামে ঘোষণা করা হয়েছে। আপডেটটি OxygenOS 11.2.3.3 নামে ডিভাইসে পৌঁছে দেওয়া হচ্ছে। চেঞ্জলগে বলা হয়েছে, আপডেটে পাওয়ার কনজাম্পশনের সমস্যাটি ফিক্স করেছে। আসুন OnePlus 9R এর জন্য আসা এই আপডেটের চেঞ্জলগ দেখে নেওয়া যাক।

সিস্টেম

  • নির্দিষ্ট পরিস্থিতিতে পাওয়ার কনজাম্পশন হ্রাস
  • আরও ভাল অভিজ্ঞতার জন্য জ্ঞাত সমস্যাগুলির সমাধান

OnePlus 9R স্মার্টফোনের জন্য রোলআউট হওয়া OxygenOS 11.2.3.3 আপডেটের সাইজ 106 মেগাবাইট। OnePlus বলেছে, ধাপে ধাপে এটি পৌঁছে যাবে। প্রথমে স্বল্প সংখ্যক ইউজার এটি পাবেন। তারপর কোনও ত্রুটি নেই বলে নিশ্চিত হয়ে যাওয়ার পরেই আপডেটের বৃহত্তর রোলআউট হবে।

প্রসঙ্গত, OnePlus গত মাসে OnePlus 9R-এর জন্য প্রথম সিস্টেম আপডেট রিলিজ করেছিল। এটি
Oxygen OS 11.2.1.1 নামে এসেছিল। কয়েকটি বাগ ফিক্স করা ছাড়াও এটি OnePlus 9R-এ বিভিন্ন অপ্টিমাইজেশন আনবে বলে OnePlus জানিয়েছিল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥