বদলে যাবে আপনার Oppo ফোন, ColorOS 12 আপডেট কখন কোন ডিভাইসে আসবে জেনে নিন

Avatar

Published on:

প্রত্যাশামতোই Oppo তাদের Android 12 বেসড ColorOS 12 এর গ্লোবাল ভার্সন রিলিজ করলো। নতুন এই কাস্টম ওএস একাধিক নতুন ফিচার, দুর্দান্ত ডিজাইন, নতুন সাইডবার টুল, উন্নত প্রাইভেসি কন্ট্রোল সহ এসেছে। গত সেপ্টেম্বরে চীনে এই কাস্টম রম প্রথম লঞ্চ করা হয়েছিল। ভারতে আগামী নভেম্বরে ColorOS 12 আসবে বলে কোম্পানি লঞ্চ ইভেন্টে নিশ্চিত করেছে। এই কাস্টম ওএস-এ ১৩টি ভারতীয় ভাষা ও ৫৪টি অন্যান্য ভাষা সাপোর্ট করবে। Oppo Find X3 সংস্থার প্রথম ফোন হিসেবে ColorOS 12-এর পাবলিক বিটা আপডেট পাবে। আসুন গ্লোবাল মার্কেটে Oppo-র অন্যান্য কোন ফোনে কখন এই নতুন কাস্টম স্কিনের আপডেট আসবে জেনে নেওয়া যাক।

Oppo ColorOS 12 (Android 12) Beta আপডেট কখন কোন ফোনে পাওয়া যাবে

ওপ্পো ঘোষণা করেছে তাদের ফাইন্ড এক্স, রেনো, এফ ও এ সিরিজের ফোনে অ্যান্ড্রয়েড ১২ বেসড কালারওএস ১২ আপডেট আসবে। পাশাপাশি তারা এই আপডেটের টাইমলাইন শেয়ার করেছে।

অক্টোবর ২০২১ থেকে: Find X3 Pro

নভেম্বর ২০২১ থেকে: Find X2 Pro, Find X2 Pro Automobili Lamborghini Edition, Find X2, Reno 6 Pro 5G, Reno 6 Pro 5G Diwali Edition, Reno 6 5G।

ডিসেম্বর ২০২১ থেকে: Reno 6, Reno 5, Reno 5 Marvel Edition, Reno 6 Z 5G, Reno 5 Pro 5G, Reno 5 Pro, F19 Pro+, A74 5G, A73 5G।

২০২২ সালের প্রথম অর্ধে: Find X3 Lite 5G, Find X3 Neo 5G, Find X2 Neo, Find X2 Lite, Reno 10x Zoom, Reno 5 5G, Reno 5 F, Reno 5 Lite, Reno 5 Z 5G, Reno 4 Pro 5G, Reno 4 5G, Reno 4F, Reno 4 Lite, Reno 4Z 5G, Reno 4 Pro, Reno 4, Reno 4 Mo Salah Edition, Reno 3 Pro 5G, Reno 3 Pro, Reno 3, Reno 5 A, F19 Pro, F17 Pro, A94 5G, A94, A93, A54 5G, A53s 5G।

২০২২ সালের দ্বিতীয় অর্ধে: F17, F19s, F19, A74, A73, A53, A53s, A16s।

কীভাবে Oppo ColorOS 12‌ Beta ভার্সনের জন্য আবেদন করবেন

আপনি যদি নতুন কালারওএস ১২ সবার জন্য রিলিজ করার আগেই ব্যবহার করতে চান, তাহলে এর বিটা প্রোগ্রামে অংশ নিতে পারবেন। এরজন্য আপনাকে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে।

• সর্বপ্রথম আপনার Oppo স্মার্টফোনের সেটিং অপশনে যান এবং সফ্টওয়্যার আপডেট সেকশন বেছে নিন।

• এরপর সেটিংয়ের মতো আইকনে ট্যাপ করুন, এবার Trail version > Beta Version-এ গিয়ে আপনার তথ্য এন্টার করুন।

• অবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥