Oppo F19 ভারতে আসছে ৬ এপ্রিল, দ্রুত চার্জিং ও ১৬ এমপি সেলফি ক্যামেরা সহ থাকবে দুর্দান্ত ফিচার

Avatar

Published on:

সম্প্রতি Oppo ভারতে F19 Pro ও F19 Pro+ 5G স্মার্টফোন দুটি লঞ্চ করেছিল। তবে একইসাথে F19 সিরিজের বেস মডেল Oppo F19 কেন লঞ্চ হল না তা নিয়ে নানা জল্পনার সৃষ্টি হয়েছিল। যদিও রিপোর্টে দাবি করা হচ্ছিল, এই সিরিজের বেস মডেলটি শীঘ্রই বাজারে দেখে যাবে। গতকালই অপ্পো শ্রীলংকার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এফ১৯ স্মার্টফোনের টিজার পোস্ট করা হয়েছিল। দেখাদেখি আজ অপ্পো টুইট মারফত ভারতে Oppo F19 স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা করে দিল৷

একটি টুইট বার্তায় অপ্পো বলেছে, আগামী ৬ এপ্রিল ভারতে অপ্পো এফ১৯ ফোনটি লঞ্চ হবে। ওই দিন দুপুর ১২টা নাগাদ একটি অনলাইন ইভেন্টে ডিভাইসটির ওপর থেকে পর্দা সরানো হবে। এই ফোনের মুখ্য আকর্ষণ হবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

Oppo F19 এর দাম ও স্পেসিফিকেশন

অপ্পো-র ইন্ডিয়ার ওয়েবসাইটে ফোনটির স্পেসিফিকেশন উল্লেখ না থাকলেও, অপ্পো-র শ্রীলংকার ওয়েবসাইটে অপ্পো এফ১৯ এর লিস্টিং করার ফলে এর সমস্ত স্পেসিফিকেশনই সামনে এসেছে৷ অপ্পো এফ১৯ স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর, ৬ জিবি LPDDR4x র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসবে৷ আপাতত একটি স্টোরেজ অপশনই ওয়েবসাইটে দেখা যাচ্ছে৷ এছাড়া ফোনে ৬০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেটযুক্ত ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে থাকবে৷

Oppo F19 স্মার্টফোনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং ৪৮+২+২ মেগাপিক্সেল ট্রিপল এআই রিয়ার ক্যামেরা থাকবে। ফোনটি লেটেস্ট ১১ ওএসে চলবে। ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। অপ্পো এফ১৯ শুধুমাত্র ৪জি কানেক্টিভিটি সহ আসবে। ভারতে ফোনটির দাম ২০ হাজার টাকার নীচে থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥