PM Narendra Modi: ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে সুফল, মোদীর চেষ্টায় আধুনিক ডিজিটাল অবকাঠামো তৈরি করছে ভারত

Avatar

Published on:

PM Narendra Modi India creating modern digital infrastructure

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আজ মঙ্গলবার বলেছেন যে ভারত একটি আধুনিক ডিজিটাল অবকাঠামো তৈরি করছে এবং ইতিমধ্যেই ডিজিটাল বিপ্লবের সুফল সবার কমবেশি উপভোগ করছে। ‘আনলিসিং দা পোটেনশিয়াল: ইজ অফ লিভিং ইউজিং টেকনোলজি’ শীর্ষক বাজেটোত্তর ওয়েবিনারে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন যে ট্যাক্স ব্যবস্থাকে ফেসলেস করতে এবং করদাতাদের সমস্যার সমাধান করতে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, প্রযুক্তিই ওয়ান নেশন ওয়ান রেশনের ভিত্তি তৈরি করেছে। পাশাপাশি এর সাহায্যে JAM (জন ধন যোজনা, আধার এবং মোবাইল নম্বর) প্রকল্প দরিদ্রদের সুবিধা দিতে সাহায্য করেছে।

5G ও AI খুব কার্যকর প্রযুক্তি

মোদি বলেছিলেন যে 5G এবং AI (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) এর মতো প্রযুক্তি নিয়ে ভারতে চর্চা শুরু হয়েছে এবং এগুলি আগামীদিনে চিকিৎসা, শিক্ষা, কৃষি এবং অন্যান্য অনেক ক্ষেত্রে পরিবর্তন আনবে। প্রধানমন্ত্রী স্টেকহোল্ডারদের সাধারণ মানুষের ১০টি সমস্যার ক্ষেত্র চিহ্নিত করতে বলেছেন, যা এআই ব্যবহার করে সমাধান করা যেতে পারে।

AI নিয়ে দ্রুত কাজ চলছে

কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) আজকাল আলোচনার বিষয় হয়ে উঠেছে। Open AI এর চ্যাটবটের পর, বড় বড় প্রযুক্তি কোম্পানি এবং ব্যবহারকারীদের মধ্যেও এর চাহিদা বাড়ছে। একই সময়ে, লোকেরা এআই চ্যাটবটকেও পছন্দ করছে। যদিও এই চ্যাটবটগুলি প্রচুর ভুল করছে।

সঙ্গে থাকুন ➥