Poco C31 নামে 30 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে পোকো’র নতুন ফোন, থাকবে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে

Avatar

Published on:

কয়েকদিন আগেই Poco জানিয়েছিল যে, আগামী ৩০ সেপ্টেম্বর তারা ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। একটি টিজার পোস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়েছিল, ফোনটি C সিরিজের অধীনে আসবে। আজ Poco-র তরফে আর কোনো গোপনীয়তা না রেখে ফোনটির নামও সামনে আনা হল। একটি টুইট করে পোকো ইন্ডিয়া জানিয়েছে, তাদের আসন্ন ফোনের নাম Poco C31। এই ফোনটি Poco C3 এর উত্তরসূরি হিসেবে আসছে।

Poco C31 ভারতে লঞ্চ হচ্ছে ৩০ সেপ্টেম্বর

পোকো ইন্ডিয়া আজ তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে নিশ্চিত করেছে, পোকো সি৩১ ফোনটি আগামী ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে। এই ফোনটি ই-কমার্স সাইট Flipkart থেকে পাওয়া যাবে।

যদিও ফোনটির ফিচার নিয়ে মুখ খোলেনি সংস্থা। ভিডিও থেকে কেবল জানা গেছে, পোকো সি৩১ ফোনে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেখা যাবে। আবার ফোনের পাশে হালকা এবং নীচে পুরু বেজেল থাকবে। এছাড়া ফোনটির সমস্ত স্পেসিফিকেশন সম্ভবত ৩০ সেপ্টেম্বর লঞ্চের দিন আমরা জানতে পারবো।

উল্লেখ্য Poco C3 ফোনটি ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস (৭২০×১,৬০০ পিক্সেল) ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর, ১৩ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সহ লঞ্চ হয়েছিল। এছাড়া Poco C3 ডিভাইসে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥