Realme 9 4G: রিয়েলমি ৯ এবার ৪জি ভার্সনে আসছে, থাকবে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি

Avatar

Published on:

রিয়েলমি এখনও পর্যন্ত তাদের Realme 9 সিরিজের অধীনে তিনটি মডেল এনেছে। যেগুলি হল, Realme 9i, Realme 9 Pro, এবং Realme 9 Pro+৷ আবার এই সিরিজের বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ Realme 9 খুব তাড়াতাড়ি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। যা একটি 5G স্মার্টফোন হিসাবে এর মধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন পোর্টালে হাজির হয়েছে। এবার জল্পনা বাড়িয়ে হ্যান্ডসেটটির 4G ভ্যারিয়েন্ট তার উপস্থিতি জানান দিল।

Realme 9 4G আমেরিকার FCC, ভারতের BIS-এর পাশাপাশি EEC এবং থাইল্যান্ড টেলিকমের শংসাপত্র পেয়েছে। জানা গিয়েছে, এর মডেল নম্বর RMX3521৷ উল্লেখ্য, ডিভাইসটির ব্যাপারে গত বছরের নভেম্বরে প্রথম সংবাদ সামনে এলেও কী নামে বাজারে পা রাখবে, তা অজানা ছিল।

অনলাইন লিস্টিং অনুযায়ী, Realme 9 4G-এর ব্যাটারির মডেল নম্বর LP883। ব্যাটারিটির ক্যাপাসিটি ৫,০০০ এমএএইচ৷ এটি ব্যবহারকারীরা ৩৩ ওয়াট চার্জ করতে পারবে। Camera FV-5 ডেটাবেসে তালিকাভুক্ত হওয়ার কারণে Realme 9 4G-এর ক্যামেরা স্পেসিফিকেশনগুলিও সামনে এসেছে।

রিয়েলমি ৯ ৪জি কতগুলি ক্যামেরার সাথে আসবে, তা নিশ্চিত করা যায়নি। তবে এর প্রাইমারি ক্যামেরা হিসাবে একটি ৪৮ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হবে, যার আকার ১/৪ ইঞ্চি, ফোকাল লেংথ ৭৩.৭ মিমি, অ্যাপারচার এফ/১.৭৮, এবং আইএসও ১০০-৬৪০০ রেঞ্জের মধ্যে। অন্য দিকে, রিয়েলমি ৯ ৪জি-এর ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের৷ যার সাইজ ১/৩ ইঞ্চি, ফোকাল লেংথ ২৭.২ মিমি, অ্যাপারচার এফ/২.৫, এবং আইএসও রেঞ্জ ১০০-১৬০০।

রিয়েলমি ৯ ৪জি সম্পর্কে আপাতত এই তথ্যগুলি সামনে এসেছে। আগামী দিনে স্মার্টফোনটির ব্যাপারে আরও বড় কিছু জানা যাবে বলে আশা করা যায়।

সঙ্গে থাকুন ➥