লঞ্চের আগেই সাড়া জাগানো Realme GT 2 Pro এর মুখ্য স্পেসিফিকেশনগুলি সামনে এল

Avatar

Published on:

Realme GT 2 Pro সম্প্রতি AnTuTu বেঞ্চমার্ক অ্যাপে ১০ লক্ষের উপরে স্কোর করে হৈচৈ ফেলে দিয়েছে। বেঞ্চমার্ক ফলাফল সামনে এলেও, ফোনটি জিপিইউ, সিপিইউ, মেমরি, এবং ইউএক্স টেস্টে আলাদা ভাবে কতটা পয়েন্ট পেয়েছে, সেটা প্রকাশ পায়নি। যদিও তার পরেই বেঞ্চমার্ক প্ল্যাটফর্মটি Realme GT 2 Pro-র অফিসিয়াল AnTuTu লিস্টিং শেয়ার করেছে। সেই লিস্টিং থেকে প্রতিটি বিভাগের পারফরম্যান্সের পাশাপাশি ফোনের মুখ্য স্পেসিফিকেশনগুলি উঠে এসেছে।

Realme RMX3300 (Realme GT 2 Pro) ফোনের আনটুটু লিস্টিং অনুযায়ী, এটি ১২০ হার্টজ ডিসপ্লে এবং Adreno 730 জিপিইউ সমন্বিত Snapdragon 8 Gen 1 প্রসেসরের সঙ্গে আসবে। ডিভাইসে LPDDR5 র‌্যাম এবং UFS 3.1 স্টোরেজ থাকবে। উল্লেখ্য, আনটুটুতে Realme GT 2 Pro-র ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের টেস্টিং হয়েছে।

REALME GT 2 PRO

সিপিইউ পরীক্ষায় রিয়েলমি জিটি ২ প্রো-র স্কোর ২,৩৭,৭১০৷ ফোনের জিপিইউ টেস্টে স্কোর ৪,৪৭,৯২৬ পয়েন্ট৷ এখানে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের জিপিইউ পারফরম্যান্সের চেয়ে ৩৭.৫ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে৷ এছাড়া মেমরি ও ইউএক্স টেস্টে রিয়েলমি জিটি ২ প্রো-র স্কোর যথাক্রমে ১,৬৭,০৮২ ও ১,৭২,৪৯৭৷ এর ফলে এই হ্যান্ডসেট আনটুটুতে ১,০২৫,২১৫ পয়েন্টের চোখ ধাঁধানো স্কোর করতে সমর্থ হয়েছে৷

রিয়েলমি জিটি ২ প্রো: দাম ও স্পেসিফিকেশনস (প্রত্যাশিত) (Realme GT 2 Pro Expected Price and Specifications)

রিয়েলমি জিটি ২ প্রো-এ ৬.৫১ ইঞ্চি হাই রিফ্রেশ রেট যুক্ত ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে৷ এই ফোনে থাকবে স্নাপড্রাগন ৮৮৮ এসওসি, যা এখন স্নাপড্রাগন ৮ জেন ১ এসওসি নামে আসবে বলেই খবর৷ ফটোগ্রাফির জন্য এই ফোনের রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা ওআইএস (OIS) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর, এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে।

সেল্ফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে  ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেন্সর থাকবে৷ পাওয়ায় ব্যাকআপের জন্য Realme GT 2 Pro ফোনে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫০০০এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে৷ অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ কাস্টম স্কিনে রান করবে এই স্মার্টফোন৷

রিয়েলমি জিটি ২ প্রো- এর দাম ৪,০০০ ইউয়ান (প্রায় ৪৬,৮০০ টাকা) থেকে শুরু হতে পারে৷ ২০২২-এর প্রথমেই এটি লঞ্চ হবে বলে আশা করা যায়৷

সঙ্গে থাকুন ➥