Realme Narzo 20 সিরিজে থাকবে অ্যান্ড্রয়েড ১১ বেসড Realme UI 2.0

Avatar

Published on:

ইতিমধ্যেই জানা গেছে Realme Narzo 20 সিরিজ আগামী ২১ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে। তবে এই সিরিজের সাথে কোম্পানি তাদের আপগ্রেড রিয়েলমি ইউআই ভার্সনও লঞ্চ করবে বলে জানিয়েছে। Realme UI 2.0 নামে আসা এই আপগ্রেড কাস্টম স্কিন অ্যান্ড্রয়েড ১১ বেসড হবে। জানিয়ে রাখি ইতিমধ্যেই কোম্পানির, Realme X50 Pro ফোনের জন্য অ্যান্ড্রয়েড ১১ প্রিভিউ আনা হয়েছে। ফলে রিয়েলমি নারজো ২০ হবে দ্বিতীয় সিরিজ যেখানে অ্যান্ড্রয়েড ১১ এর মজা নেওয়া যাবে। আশা করা যায় এরপর ধীরে ধীরে সমস্ত ফোনের জন্য এই আপডেট আসবে।

Realme এর তরফে একটি টুইট করে জানানো হয়েছে, ২১ সেপ্টেম্বর দুপুর ১২:৩০ মিনিটে Realme Narzo 20 সিরিজের সাথে অ্যান্ড্রয়েড ১১ বেসড Realme UI 2.0 লঞ্চ করা হবে। এই লঞ্চ ইভেন্টে কোম্পানির ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া পেজ থেকে লাইভ দেখা যাবে। এছাড়াও আপনি আমাদের ওয়েবসাইটে চোখ রাখলে সমস্ত আপডেট পেয়ে যাবেন।

Realme UI 2.0 এর সম্ভাব্য ফিচার

রিয়েলমি ইউআই ২.০ যেহেতু অ্যান্ড্রয়েড ১১ বেসড হবে সেহেতু বলা যায়, এখানে অ্যান্ড্রয়েড ১১ এর প্রায় সমস্ত ফিচার পাওয়া যাবে। আসুন জেনে নিই নতুন এই কাস্টম স্কিনের বিশেষ কয়েকটি ফিচার।

  • – উন্নত ডার্ক মোড
  • – ক্যামেরা শর্টকাট ও ফিচার
  • – নতুন ওয়ালপেপার এবং আইকন
  • – অপ্টিমাইজ নাইট চার্জিং
  • – সিস্টেম ক্লোনার
  • – নতুন পারমিশন ম্যানাজার
  • – সিকিউরিটি ও প্রাইভেসির উন্নতি
সঙ্গে থাকুন ➥