Redmi আনছে নতুন ফোন, Mediatek MT689X প্রসেসরের সাথে থাকবে 120hz রিফ্রেশ রেটের ডিসপ্লে

Avatar

Published on:

শুধুমাত্র স্মার্টফোনেই পরিচিতি সীমাবদ্ধ না রেখে Xiaomi-এর সাব ব্র্যান্ড Redmi পুরোদস্তুর লাইফস্ট্যাইল ব্র্যান্ডে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে সংস্থাটি বেশ কয়েকটি ডিভাইস বাজারে এনেছে। আবার নতুন রিপোর্ট বলছে, তারা একটি নতুন স্মার্টফোনের উপর কাজ শুরু করেছে।

Redmi আনছে 120hz রিফ্রেশ রেটের ডিসপ্লে ও Mediatek MT689X প্রসেসরের ফোন

বিখ্যাত চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছে, রেডমির আসন্ন স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ডিজিটাল চ্যাট স্টেশনের মতে, রেডমির এই ফোন মিডিয়াটেক এমটি৬৮৯এক্স (Mediatek MT689X) প্রসেসর সহ আসবে। এটি ৬ ন্যানোমিটার প্রসেসে বানানো এবং গ্রাফিক্সের জন্য থাকবে মালি-জি৭৭ (Mali-G77) জিপিইউ। পারফরম্যান্সের নিরিখে এই প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৬৫ (Snapdragon 865) এবং স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস (Snapdragon 865 Plus)-এর সমান।

ওই টিপস্টার এও জানিয়েছে, রেডমির আপকামিং ফোনটিতে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে। খুব শীঘ্রই ডিভাইসটি সম্পর্কে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥