১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসছে Vivo S10, লঞ্চের আগে ফাঁস হল পোস্টার

Avatar

Published on:

অবশেষে সামনে এল সেলফি সেন্ট্রিক স্মার্টফোন Vivo S10 এর প্রমোশনাল পোস্টার। ভিভোর হোম মার্কেট চীনের কিছু অফলাইন রিটেল স্টোরে পোস্টারটি দেখা গেছে। যার অর্থ, Vivo S10 আত্মপ্রকাশের দোরগোড়ায় পৌঁছে গেল। লঞ্চের দিনক্ষণ ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা।

পোস্টার থেকে জানা গেছে, ভিভো এস১০ ফোনের পিছনে গ্রেডিয়েন্ট কালার থাকবে। আবার এতে ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা যাবে। ফোনের সামনে থাকবে নচ ডিসপ্লে।

Vivo S10 স্পেসিফিকেশন

ভিভো এস১০ স্মার্টফোনটি ৬.৪৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে সহ আসতে পারে। ডিসপ্লের মধ্যেকার নচে ডুয়েল সেলফি ক্যামেরা সেটআপ থাকবে। উল্লেখ্য, ভিভো এস ৯-এ ৪৪ মেগাপিক্সেল মেইন + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেটআপ ছিল।

Vivo S10

ভিভো এস১০ স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ১১০০ প্রসেসরের ব্যবহার করা হবে। সেইসঙ্গে এই ফোনে থাকবে ৮ জিবি / ১২ জিবি র‌্যাম এবং অতিরিক্ত ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম (প্রয়োজনে ইন্টারনেল স্টোরেজের ফাকা জায়গা র‌্যাম হিসেবে ব্যবহার করবে)। ফোনে অ্যান্ড্রয়েড ১১ এবং অরিজিনওএস কাস্টম স্কিন প্রিইনস্টল করা হবে।

ভিভো এস১০-এর পিছনে তিনটি ক্যামেরা থাকবে। ক্যামেরা তিনটি ইংরেজি এল আকৃতিতে বসানো থাকবে। উপরের প্রাইমারি সেন্সর এবং নীচের সেকেন্ডারি সেন্সরের মাঝে এলইডি ফ্ল্যাশ থাকবে। প্রাইমারি ক্যামেরা হিসেবে ১০৮ মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে।

Vivo S10 হ্যান্ডসেটের ব্যাটারি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও, এতে নিয়ার ফিল্ড কমিউনিকেশনস (এনএফসি) ফিচার থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥