Vivo S10 ও Vivo X70 সিরিজে থাকবে L আকৃতির ক্যামেরা সেটআপ, আসছে Reno 6 কে টেক্কা দিতে

Avatar

Published on:

জনপ্রিয় চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড ভিভো (Vivo) মার্চের শুরুতে S9 (এস৯) স্মার্টফোন লঞ্চ করেছিল। মিডিয়াটেক ডাইমেনসিটি ১১০০ (Mediatek Dimensity 1200) প্রসেসরযুক্ত বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে Vivo S9 বাজারে এসেছিল। লঞ্চ হওয়ার তিন মাস কাটতেই Vivo S9-এর উত্তরসূরি, Vivo S10 (ভিভো এস১০)-এর খবর অনলাইনে ফাঁস হল।

খবর ছড়ানোর নেপথ্যে জনপ্রিয় চাইনিজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station)। টিপস্টারের দাবি, সম্প্রতি লঞ্চ হওয়া অপ্পো রেনো ৬ (Oppo Reno 6) সিরিজকে টেক্কা দিতে ভিভো এস১০-এর আগমন হবে। তাঁর মতে ভিভো এস১০ সিরিজের পিছনে ইংরেজি L (এল) আকৃতির ক্যামেরা সেটআপ থাকবে। ডিজিটাল চ্যাট স্টেশন এও জানিয়েছে, আপকামিং ভিভো এক্স৭০ (Vivo X70) সিরিজের স্মার্টফোনেও এইইরকম ক্যামেরা সেটআপ দেখা যাবে।

ফলে ত্রিভুজাকার ক্যামেরা অ্যারের অতিরিক্ত ব্যবহারের পর অবশেষে ভিভো নতুন কিছু করার চেষ্টা করছে। এছাড়া Vivo S10-এর বিষয়ে টিপস্টার কিছু বলেননি।

মার্চে লঞ্চ হওয়া ভিভো এস৯ স্মার্টফোনের কথা বললে, এটি ৬.৪৪ ইঞ্চি এইচডিআর ১০+ সার্টিফায়েড ওলেড ডিসপ্লে, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মিডিয়াটেক ডাইমেনসিটি ১১০০ প্রসেসর, ৮ জিবি/১২ জিবি র‌্যাম, ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ, ৪৪+৮ মেগাপিক্সেল ডুয়েল সেলফি ক্যামেরা, ৬৪+৮+২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ৪,০০০ এমএএইচ ব্যাটারি, এবং অ্যান্ড্রয়েড ১১ ভার্সনের সাথে লঞ্চ হয়েছিল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥