Vivo V21 5G এর আনবক্সিং ভিডিও লঞ্চের আগেই ভাইরাল, জানুন দাম

Avatar

Published on:

এই সপ্তাহে লঞ্চ হতে চলা স্মার্টফোনগুলির মধ্যে Vivo V21 5G সিরিজ সবচেয়ে বেশি আলোচিত৷ আগামীকাল এই ফোনটি থাইল্যান্ড লঞ্চ হবে। আবার এপ্রিলের ২৯ তারিখে V21 5G সিরিজ ভারতে পা রাখবে৷ তবে লঞ্চের আগেই ইউটিউবে আপকামিং ভিভো ভি২১ ৫জি-এর আনবক্সিং ভিডিও ছড়িয়ে পড়েছে৷ Kings Mobiles (কিংস মোবাইলস) নামে এক ইউটিউব চ্যানেল আপকামিং স্মার্টফোনটির আনবক্সিং ভিডিও শেয়ার করেছে৷

ভিডিওতে আপকামিং ভি২১ ৫জি-এর সানসেট ড্যাজল (Sunset Dazzle) কালার ভ্যারিয়েন্টের আনবক্স করে দেখানো হয়েছে৷ হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে ম্যাট গ্লাস ফিনিশ রয়েছে, যা বিভিন্ন কোন থেকে দেখলে এক একরকম রঙ প্রদর্শন করবে৷ নয়েজ ক্যান্সেলেশন মাইকটি রয়েছে হ্যান্ডসেটের ওপরের দিকে৷

এই ভিডিও থেকে আরও জানা গেছে, ভলিউন বাটন ও পাওয়ার কী ভিভো ভি২১ ৫জি-এর  ডান দিকে পাওয়া যাবে৷ ফোনের নিচে সিম ট্রে, ইউএসবি-সি পোর্ট, এবং এক্সটার্নাল স্পিকার দেখা যাবে৷ ৩.৫ মিমি অডিও জ্যাক ফোনে অনুপস্থিত৷ ডিভাইসটির রিটেল বক্সের মধ্যে সিম ইজেক্টর, ইউএসবি-সি টু ৩.৫ মিমি অডিও জ্যাক, ৩.৫ মিমি ইয়ারফোন, ইউএসবি-সি টু ইউএসবি-এ কেবল, এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জার রয়েছে৷

Vivo V21 5G : স্পেসিফিকেশন

রিপোর্ট বলছে, ভিভো ভি২১ ৫জি ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৪৪ ইঞ্চি অ্যামোলেড E3 FHD ডিসপ্লে, ডাইমেনসিটি ৮০০ইউ প্রসেসর, ৮ জিবি র‌্যাম, ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ, ৪,৪০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে৷

ফটোগ্রাফির জন্য, Vivo V21 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। এর প্রাইমারি ক্যামেরা হবে এফ/১.৭ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৬৪ মেগাপিক্সেল। বাকি দুটি ক্যামেরা হবে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার সেলফি ক্যামেরা নিঃসন্দেহে ফোনটির বড় আকর্ষণ৷ বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে ভিভো ভি২১ ৫জি ৪৪ মেগাপিক্সেল OIS সেলফি ক্যামেরা সহ লঞ্চ হবে৷ সবশেষে কিংস মোবাইলস-এর দাবি, ফোনটির দাম হবে ২৯,৯৯০ টাকা রাখা হবে এবং সেল শুরু হবে ৬ মে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥