Wings Phantom 380: কম দামে নতুন ইয়ারফোন খোঁজ করছেন? ফ্যান্টম ৩৮০ আপনার প্রথম পছন্দ হবে

Avatar

Published on:

Wings Phantom 380 Launched in India

ভারতে ক্রমশ সম্প্রসারিত হয়ে চলেছে Wings এর অডিও ডিভাইস রেঞ্জ। এবার এই তালিকায় সংযুক্ত হল Wings Phantom 380 ইয়ারবাড। নতুন এই ইয়ারবাডে রয়েছে এএনসি ফিচার। আর একবার চার্জে ইয়ারফোনটি ৫০ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে বলে দাবি করেছে সংস্থাটি। চলুন দেখে নেওয়া যাক নতুন Wings Phantom 380 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Wings Phantom 380 এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে উইংস ফ্যান্টম ৩৮০ ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ১,২৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে ইয়ারফোনটি। এটি হোয়াইট এবং ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে।

Wings Phantom 380 এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত উইংস ফ্যান্টম ইয়ারবাডটি স্টেম ও সিলিকন ইয়ারটিপ সহ ইন-ইয়ার ডিজাইনে এসেছে। আর এর স্টেমে ট্যাপ করে ব্যবহারকারী বিভিন্ন ফিচার নিয়ন্ত্রণ করতে পারবেন।

অন্যদিকে, ইয়ারফোনটির অডিও নিয়ে কথা বললে, এতে ব্যবহৃত হয়েছে ১৩ এমএম কম্পোজিট ড্ৰাইভার, যা গভীর বেস প্রদান করতে সক্ষম। তাছাড়া এতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার উপলব্ধ, যা ৩০ ডেসিবেল পর্যন্ত বাইরের অবাঞ্ছিত আওয়াজ প্রতিরোধ করবে। শুধু তাই নয়, স্বচ্ছ লিসনিং এক্সপেরিয়েন্স প্রদান করার জন্য এতে কোয়াড মাইক এবং এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার বর্তমান। সেই সঙ্গে গেমারদের জন্য এতে থাকছে ৪০ এমএস আলট্রা লো ল্যাটেন্সি গেমিং মোড। তাছাড়া ইয়ারফোনটি ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি, গুগল ও সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ এসেছে।

এবার আসা যাক Wings Phantom 380 ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এএনসি ফিচার বন্ধ থাকলে ইয়ারফোনটি ৫০ ঘন্টা এবং এএনসি ফিচার চালু থাকলে ৩৫ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। উপরন্তু এটি ইউএসবি সি পোর্টের মাধ্যমে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে IPX5 রেটিং।

সঙ্গে থাকুন ➥