Xiaomi Mi ও Redmi-র এই ল্যাপটপগুলি পাবে Windows 11 আপডেট

Avatar

Published on:

চলতি বছরের জুন মাসে মাইক্রোসফট (Microsoft) উইন্ডোজ ১১ ওএস (Windows 11 OS) প্রকাশ্যে নিয়ে এসেছে। এরপর থেকেই একাধিক আপডেটের (বিটা) মাধ্যমে তারা একে স্থায়িত্ব (স্টেবেল) দেওয়ার চেষ্টা করছে। এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতে নতুন এই অপারেটিং সিস্টেমের স্টেবেল ভার্সন লঞ্চ হতে পারে। সেই সময় চীনা ব্র্যান্ড শাওমি’র (Xiaomi) কয়েকটি ল্যাপটপ Windows 11 আপডেট লাভ করবে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে শাওমি’র সহযোগী কোনো সংস্থার ডিভাইস (Mi ও Redmi নোটবুক) আপডেট থেকে বঞ্চিত হবে না।

Mi Notebook সিরিজের যে সমস্ত ল্যাপটপ Windows 11 আপডেট লাভ করবে-

Mi Notebook Pro 14, Mi Notebook Pro 15 OLED, Mi Notebook Pro X, Mi Notebook Pro 15.6”, Mi Notebook 15.6”, Mi Notebook Air (Intel 8th Gen Models), Mi Gaming Notebook (Intel 8th Gen Models).

RedmiBook সিরিজের যে সব ল্যাপটপ Windows 11 আপডেট লাভ করবে-

RedmiBook Pro 14, RedmiBook Pro 15, RedmiBook Air 13, RedmiBook 13, RedmiBook 14, RedmiBook 14 Ⅱ, RedmiBook 16, Redmi G Gaming Notebook.

শাওমির দাবী অনুযায়ী উপরোক্ত ডিভাইসগুলির ক্ষেত্রে চলতি বছরের শেষপর্বে Windows 11 আপডেট রোলআউট করা হবে। কিন্তু কেবলমাত্র চীনে বিক্রি হওয়া ল্যাপটপগুলি এই আপডেট লাভ করবে। বিশ্বের অন্যান্য স্থানে কোন ডিভাইসগুলি উইন্ডোজের নতুন আপডেট পাবে, তাদের নাম শাওমি (Xiaomi) আর কিছুদিনের মধ্যেই প্রকাশ করতে পারে বলে খবর।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥