Xiaomi স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, MIUI 13 এর প্রথম বিটা বিল্ড আজ রিলিজ হতে পারে

Avatar

Published on:

বিগত কয়েকদিন যাবৎ Xiaomi-র অ্যান্ড্রয়েড স্কিনের পরবর্তী ভার্সন MIUI 13 নিয়ে নানা সম্ভাবনার কথা অনলাইনে ঘুরপাক খাচ্ছে। অনেকেই দাবি করছেন, আগস্টের মাঝামাঝি সময়ে বা শেষে একগুচ্ছ ডিভাইসের সাথে শাওমি তার নতুন মোবাইল অপারেটিং সিস্টেম MIUI 13 অফিসিয়ালি ঘোষণা করবে।

MIUI 12 এর সর্বশেষ বিটা বিল্ড গতকাল রিলিজ হল

জানা গেছে, এমআইইউআই ১২-এর ডেভেলপমেন্টের কাজ শেষ করে শাওমি এমআইইউআই ১৩-এর বিটা বিল্ডের কাজে হাত লাগিয়েছে। Xioamiui-এর পোস্ট অনুযায়ী, ২১.৭.৫ বিল্ড নম্বর সহ এমআইইউআই ১২-এর সর্ব শেষ বিল্ড ভার্সন গতকাল রিলিজ হয়েছে। এবং ২১.৭.৬ বিল্ড নম্বরের সাথে আরও একটি বিটা বিল্ড আজ রোলআউট হতে পারে।

MIUI 13 এর প্রথম বিটা বিল্ড আজ রোলআউট হতে পারে

তৎপর্যপূর্ণ বিষয় হল, আজ রিলিজ হতে চলা এমআইইউআই বিটা বিল্ডটি এমআইইউআই ১৩-এর সর্বপ্রথম প্রথম বিল্ড ভার্সন হতে পারে। ফলে Xioamiui এর বিশ্বাস, তাদের অনুমান একেবারে নির্ভুল।

MIUI 13 এর নতুন ফিচার সম্পর্কে আগেই জানা যাবে

প্রসঙ্গত, শাওমি একমাত্র কোম্পানি যারা নির্দিষ্ট মডেলের কয়েকটি স্মার্টফোনে সপ্তাহে সপ্তাহে তাদের কাস্টম রমের বিটা বিল্ড ভার্সন রিলিজ করে। ফলে অফিসিয়াল ভাবে লঞ্চ হওয়ার অনেক আগেই এমআইইউআই-এর নতুন নতুন ফিচার সম্পর্কে জানা অনেকটাই সহজ হয়ে ওঠে। আপকামিং এমআইইউআই ১৩-এর ক্ষেত্রেও একই জিনিসের আশা করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥