Twitter rebranding: বদলে যাবে টুইটারের লোগো এবং নামও, জেনে নিন প্ল্যাটফর্মটির ভবিষ্যতের কথা

বছরের পর বছর ধরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে মানুষের সঙ্গী হয়ে আছে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম Twitter। বিভিন্ন মত বা আপডেট প্রকাশে, মজায়, এমনকি অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্পর্কে অভিযোগ জানাতে ভারতসহ বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ এই প্ল্যাটফর্মটি ব্যবহার করেন। তবে গত বছর Twitter-এর মালিকানা ইলন মাস্কের হাতে আসার পর থেকেই এতে ক্রমাগত পরিবর্তন দেখা যাচ্ছে। ধনকুবের মাস্ক, Twitter-এর কর্মীমহলে ছাঁটাই-নিয়োগের পাশাপাশি নির্দিষ্ট কিছু ইউসেজ চার্জ ধার্য করেছেন; গৃহীত হয়েছে আরও নানাবিধ পদক্ষেপ। তবে সোশ্যাল মিডিয়া জায়ান্ট Facebook (পড়ুন Meta) সম্প্রতি প্রতিযোগিতা বাড়াতে Threads লঞ্চ করায়, সম্ভবত এবার Twitter-এ সবচেয়ে বড় পরিবর্তন ঘটাতে চলেছেন ইলন মাস্ক। কানাঘুষো শোনা যাচ্ছে যে, তিনি এবার প্ল্যাটফর্মটিকে রি-ব্র্যান্ড (rebrand) করতে চলেছেন। এর ফলে Twitter-এর নাম থেকে লোগো – সমস্ত কিছুতেই পরিবর্তন দেখা যেতে পারে।

নতুন কী নামে ডাকা হবে Twitter-কে?

গুঞ্জন অনুযায়ী, টুইটারের নাম পরিবর্তন হলে নতুন নাম ‘X’ দিয়ে শুরু হতে পারে। আবার এই ‘X’ জিনিসটি টুইটারের নতুন লোগোতে ব্যবহার হতেও পারে। ইলন মাস্কও টুইট করে এমনই ইঙ্গিত দিয়েছেন। এক্ষেত্রে টুইটারের লোগোর পরিচিত নীল রঙ বদলে কালো হতে পারে, এই নিয়ে টুইটারে ভোটও শুরু হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ঠিক যেমন ফেসবুক কোম্পানি নতুন করে মেটা নাম নিয়ে কাজ করছে, অনুরূপভাবে টুইটারের মূল সংস্থা হিসাবে গত মার্চ মাসে ‘X Corp’ নামটি রেজিস্টার হয়েছে। এর থেকেই নাম বদলের বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়। এছাড়া ইলন মাস্ককে টুইটারের ব্র্যান্ডিং সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি শীঘ্রই টুইটার থেকে পাখিদের (বহু পুরোনো লোগোতে বিদ্যমান) বিদায় দেবেন বলে জানান।

এর আগেও Twitter লোগো পরিবর্তন হয়েছে,

এর আগে একদিন হঠাৎ করেই টুইটারের বহুল প্রচলিত নীল পাখির লোগো পরিবর্তন করে ইলন মাস্ক, নেটদুনিয়ায় ভাইরাল ডগির ছবি সেট করে দিয়েছিলেন। তবে সেটি ছিল অস্থায়ী (পড়ুন temporary) পদক্ষেপ। সেক্ষেত্রে আগামী দিনে টুইটারের চেহারা-পরিচয় কেমন হবে, তা জানতে অপেক্ষা করা ছাড়া উপায় নেই!