JioFiber ইউজারদের জন্য লঞ্চ হল 1197 টাকার নতুন ব্রডব্যান্ড প্ল্যান, কী সুবিধা মিলবে

Avatar

Published on:

jiofiber-new-1197-rs-broadband-plan-launched-recently-check-validity-benefits-and-more

মোবাইল নেটওয়ার্ক পরিষেবার পাশাপাশি দেশের ব্রডব্যান্ড সেক্টরেও Reliance Jio অত্যন্ত শক্তিশালী একটি নাম – এই মুহূর্তে প্রচুর মানুষ সংস্থার JioFiber কানেকশন ব্যবহার করেন। আবার কোম্পানিও তার ইউজারবেসকে খুশি রাখতে একাধিক সুবিধাজনক প্ল্যান অফার করে, যাদের দাম শুরু মাস পিছু ৩৯৯ টাকা থেকে। সেক্ষেত্রে এখন সংস্থাটি ১,১৯৭ টাকা অর্থাৎ হাজার টাকার কাছাকাছি দামের একটি JioFiber প্ল্যান লঞ্চ করেছে, যাতে লম্বা সময়ের জন্য আনলিমিটেড ডেটার সুবিধা পাওয়া যাবে। আপনি যদি JioFiber-এর ইউজার হন কিংবা নতুন ব্রডব্যান্ড কানেকশন নেওয়ার কথা ভাবেন, তাহলে এই নতুন প্ল্যানটির সম্পর্কে বিশদে জেনে নিন।

JioFiber-এর নতুন ১,১৯৭ টাকার ব্রডব্যান্ড প্ল্যানের সুবিধা

সদ্য লঞ্চ হওয়া ১,১৯৭ টাকার জিওফাইবার ব্রডব্যান্ড প্ল্যানটি ৯০ দিনের বৈধতা এবং প্রতি মাসে ৩.৩ টিবি (আনলিমিটেড ডেটার সমতুল্য) ডেটা অফার করে। এছাড়া এই প্ল্যানে, ইউজাররা ৩০ এমবিপিএস ডাউনলোড এবং আপলোড স্পিড পাবেন। তাই আপনার যদি প্রচুর ডেটা দরকার হয়, তাহলে এই প্ল্যানটি বেছে নিতেই পারেন।

কীভাবে JioFiber-এর ১,১৯৭ টাকার ব্রডব্যান্ড প্ল্যান রিচার্জ করবেন?

১. জিওফাইবার কানেকশন অনলাইনে রিচার্জ করতে আপনাকে মাই জিও (MyJio) অ্যাপ বা Jio.com ওয়েবসাইট ব্যবহার করতে হবে।

২. এখানে রেজিস্ট্রার্ড মোবাইল নম্বর বা সার্ভিস আইডি ব্যবহার করে ওটিপি যাচাই করতে লগইন করতে হবে।

৩. পরবর্তী ধাপে ‘মেনু অপশন’ (Menu Option) বক্স থেকে বেছে নিতে হবে ‘ফাইবার’ (Fiber) বিকল্পটি।

৪. এরপর ১,১৯৭ টাকার প্ল্যানটি সিলেক্ট করে নির্দিষ্ট রিচার্জ অপশনে ক্লিক করে অনলাইন পেমেন্টের বিকল্প (Google Pay UPI, Phone Pay UPI, Paytm, WhatsApp ইত্যাদি) সিলেক্ট করতে হবে।

৫. একবার পেমেন্ট হয়ে গেলেই ব্যস, আপনি এই নতুন প্ল্যানের যাবতীয় সুবিধা উপভোগ করতে পারবেন।

সঙ্গে থাকুন ➥