এই ১৩টি Xiaomi Redmi ফোনে সাপোর্ট করবে Jio True 5G, তালিকা শেয়ার করল সংস্থা

Avatar

Published on:

These 13 Xiaomi Redmi phones now run Jio 5G

Xiaomi তাদের বিদ্যমান ও আপকামিং স্মার্টফোনে 5G-নেটওয়ার্কের সমর্থন দিতে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর Reliance Jio -এর সাথে হাত মিলিয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, Xiaomi বা সাব-ব্র্যান্ড Redmi -র ফোনে এখন থেকে Jio True 5G পরিষেবা পাওয়া যাবে। যদিও এরজন্য ব্যবহারকারীদের দুটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত ডিভাইসটিকে 5G-এনাবল হতে হবে এবং দ্বিতীয়ত Xiaomi -র এলিজেবল হ্যান্ডসেটের তালিকায় নাম থাকতে হবে। ভাবছেন এই তালিকা কোথায় পাবেন? এই প্রতিবেদনেই আমরা ফোনগুলির নাম জানাবো। Xiaomi, Mi এবং Redmi ব্র্যান্ডিংয়ের মোট ১৩টি মডেল এই তালিকায় আছে।

Jio True 5G পরিষেবা সাপোর্ট করে এমন Xiaomi, Mi এবং Redmi স্মার্টফোনের তালিকা

• Redmi Note 11 Pro+ 5G

• Redmi Note 11T 5G

• Redmi 11 Prime 5G

• Redmi Note 10T 5G

• Redmi K50i 5G

• Mi 11 Ultra 5G

• Mi 11X 5G

• Mi 11X Pro 5G

• Xiaomi 12 Pro 5G

• Xiaomi 11 Lite NE 5G

• Xiaomi 11T Pro 5G

• Xiaomi 11i 5G

• Xiaomi 11i HyperCharge 5G.

শাওমি জানিয়েছে – “Redmi K50i এবং Redmi Note 11T 5G মডেল দুটি রিলায়েন্স জিওর ট্রু ৫জি নেটওয়ার্কের সাথে নিরবচ্ছিন্ন সংযোগ অফার করে কিনা সে সম্পর্কে নিশ্চিত হতে আমরা একাধিক পরীক্ষা করেছি এবং এগুলি হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা দিতে প্রস্তুত। এছাড়া শাওমি এবং রেডমির বেশিরভাগ ৫জি-এনাবল ডিভাইস রিলায়েন্স জিওর ট্রু ৫জি নেটওয়ার্কের সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ।”

এই সাথে শাওমি ইন্ডিয়ার প্রেসিডেন্ট মুরালিকৃষ্ণান বি, মুকেশ আম্বানির টেলিকম সংস্থার সাথে একযোগে কাজ করা প্রসঙ্গে মন্তব্য করেছেন যে, “গত দুই বছর ধরে শাওমি #IndiaReady5G ক্যাম্পেন বাস্তবায়িত করার লক্ষ্যে বদ্ধপরিকর। এমত পরিস্থিতিতে, আমরা সাশ্রয়ী মূল্যে ৫জি স্মার্টফোন এনে ব্যবহারকারীদের জন্য চিত্তকর্ষক ৫জি অভিজ্ঞতা প্রদান করার কাজ করছি। আর কনজিউমার অভিজ্ঞতা এবং কানেক্টিভিটি আরও উন্নত করতে, আমরা রিলায়েন্স জিও সংস্থার অংশীদার হতে পেরে অত্যন্ত আপ্লুত। এক্ষেত্রে আমরা আশাবাদী যে, এই অংশীদারিত্ব গ্রাহকদের শাওমি এবং রেডমি হ্যান্ডসেটগুলিতে জিও ট্রু ৫জি নেটওয়ার্কের সাথে সেরা ৫জি অভিজ্ঞতা উপভোগ করতে সাহায্য করবে।”

অন্যদিকে শাওমিকেই কেন পার্টনার হিসাবে বেছে নেওয়া হল তার ব্যাখ্যা দিতে গিয়ে রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের প্রেসিডেন্ট সুনীল দত্ত জানিয়েছেন – “শাওমি নতুন প্রযুক্তি আনার ক্ষেত্রে সবথেকে এগিয়ে আছে এবং গ্রাহকদের হাতে অত্যাধুনিক উদ্ভাবন পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও টেক ইন্ডাস্ট্রির পথপ্রদর্শক স্বরূপ।” আর “শাওমির মতো জিও সংস্থার মূল লক্ষ্য হল জনসাধারণের কাছে ট্রু ৫জি পরিষেবার অ্যাক্সেস পৌঁছে দেওয়া। তাই এই মিশনে আমরা শাওমির সাথে যুক্ত হতে পেরে আনন্দিত।”

প্রসঙ্গত জানিয়ে রাখি, গত ১লা অক্টোবর অনুষ্ঠিত ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেস’ (IMC 2022) ইভেন্টের প্রথম দিনে ৫তম সেলুলার নেটওয়ার্ক লঞ্চ করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারপর টেলিকম সংস্থাগুলিও কোমর বেঁধে সারা দেশ জুড়ে ৫জি টাওয়ার বসানোর কাজে লেগে গিয়েছে। বর্তমানে রিলায়েন্স জিও দেশের ১০টিরও বেশি বড় শহরে তাদের ট্রু ৫জি পরিষেবা দিচ্ছে। এই শহরগুলি হল – দিল্লি, মুম্বই, বারাণসী, কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, নাথদ্বারা, পুনে, গুরুগ্রাম, নয়ডা, গাজিয়াবাদ, ফরিদাবাদ ইত্যাদি।

সঙ্গে থাকুন ➥