OnePlus ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, আসছে Android 14 আপডেট, এই স্মার্টফোনগুলি শুরুতে আপডেট পাবে

Updated on:

OnePlus Android 14 Update

OnePlus ফ্যানদের জন্য সুখবর। শীঘ্রই OnePlus ফোনে আসছে Android 14 আপডেট। একটি রিপোর্টে বলা হয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর OnePlus তাদের স্মার্টফোনের জন্য OxygenOS 14 অপারেটিং সিস্টেম লঞ্চ করবে। অক্সিজেনওএসের এই লেটেস্ট ভার্সনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হবে এবং ইতিমধ্যেই এর বিটা ভার্সন ব্যবহারের জন্য উপলব্ধ।

OnePlus তাদের কমিউনিটি প্ল্যাটফর্মে একটি পোস্টে বলেছে যে OxygenOS 14 আরও ভালো পারফরম্যান্স দেবে। পাশাপাশি ডিজাইন আকর্ষণীয় হবে। তবে এই আপডেট সমস্ত OnePlus ডিভাইসে আসবে না।

প্রথমে এই মডেলগুলিতে Android 14 আপডেট আসবে

পোস্টে বলা হয়েছে যে, অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেনওএস ১৪ যে যে ওয়ানপ্লাস ডিভাইসে সর্বপ্রথম আসবে সেগুলির মধ্যে রয়েছে OnePlus 11, OnePlus Nord 3 ও OnePlus 11R। এরপর OnePlus 10 Pro ডিভাইসে আপডেটটি পাওয়া যাবে।

OxygenOS 14 এর বিশেষত্ব

ওয়ানপ্লাস জানিয়েছে, অক্সিজেনওএস ১৪ কোম্পানির পারফরম্যান্স প্ল্যাটফর্ম ট্রিনিটি ইঞ্জিনের সূচনা করবে। এই ট্রিনিটি ইঞ্জিন স্মার্টফোনের সাধারণ সমস্যাগুলির সমাধান করবে, সেটা পারফরম্যান্স হোক বা ব্যাটারি কেন্দ্রিক। এই কারণে অক্সিজেনওএস ১৪ ফোনের পারফরম্যান্স ও ব্যাটারি ব্যাকআপ ক্ষমতা বাড়াবে।

সঙ্গে থাকুন ➥