পারফরম্যান্সে বাজিমাত, সেরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের শিরোপা জিতল Oppo Find X7

Published on:

Oppo find x7 takes top spot in antutu best performing flagship Android smartphone ranking in January 2024

সুপরিচিত বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম আনটুটু (AnTuTu) প্রতি মাসে পারফরম্যান্সের নিরিখে সেরা দশটি স্মার্টফোনের তালিকা প্রকাশ করে। সেই ধারা অনুসরণ করে ফেব্রুয়ারির শুরুতেই জানুয়ারি মাসের র‍্যাঙ্কিং সামনে এনেছে তারা। আনটুটু-এর র‍্যাঙ্কিং বলছে, MediaTek-এর প্রসেসর ফ্ল্যাগশিপ এবং ফ্ল্যাগশিপ কিলার উভয় ক্যাটগরিতেই রাজ করছে। Oppo Find X7 গত মাসে বেস্ট পারফর্মিং ফোনের খেতাব জিতে নিয়েছে। অন্যদিকে, Redmi K70E ফ্ল্যাগশিপ-কিলার র‍্যাঙ্কিংয়ের প্রথম স্থানটি ধরে রেখেছে।

MediaTek Dimensity 9300 প্রসেসর সহ এসেছে Oppo Find X7। এই চিপসেটটি LPDDR5X র‍্যাম এবং UFS 4.0 স্টোরেজের সাথে যুক্ত। হ্যান্ডসেটের 16 জিবি র‍্যাম + 1 টিবি ভ্যারিয়েন্ট আনটুটু-এর জানুয়ারি মাসের বেস্ট পারফর্মিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনের তালিকার শীর্ষস্থান দখল করেছে। এটি 2209832 পয়েন্ট স্কোর করেছে।

জানিয়ে রাখি, Dimensity 9300 হল বিশ্বের প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন মোবাইল প্ল্যাটফর্ম, যা শুধুমাত্র এআরএম লার্জ কোর ব্যবহার করে। এটি চারটি কর্টেক্স-X5 এবং চারটি কর্টেক্স-A720 কোর নিয়ে গঠিত। চিপটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর তৃতীয় প্রজন্মের 4 ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি। এটি 12-কোর ইম্মর্টালিস-G720 জিপিইউ-এর সাথে এসেছে, যা হার্ডওয়্যার-লেভেল রে ট্রেসিং সাপোর্ট করে।

অন্যদিকে, সেরা ফ্ল্যাগশিপ কিলার Redmi K70E-এ MediaTek Dimensity 8300-Ultra চিপসেট রয়েছে। ফোনটির 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 1382150 পয়েন্ট স্কোর করে আনটুটু-এর জানুয়ারি মাসের ফ্ল্যাগশিপ কিলার ফোনের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে। MediaTek Dimensity 8300 মোবাইল প্ল্যাটফর্মটি চারটি কর্টেক্স-A715 এবং চারটি কর্টেক্স-A510 কোর দ্বারা গঠিত। আর গ্রাফিক্সের জন্য, এতে Mali-G615 MC6 জিপিইউ যুক্ত রয়েছে। চিপটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি-এর সেকেন্ড জেনারেশন 4 ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত।

আনটুটু-এর শীর্ষ দশের তালিকাটি দেখে এটা স্পষ্ট যে, মিডিয়াটেক চিপসেট আটটি ডিভাইসের সাথে ফ্ল্যাগশিপ কিলার চার্টের সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে, যেখানে কোয়ালকম (Qualcomm) প্রতিযোগিতামূলকভাবে ফ্ল্যাগশিপ তালিকায় ছয়টি ডিভাইসের সাথে তাদের কর্তৃত্ব বজায় রেখেছে।

জানুয়ারি, 2024 AnTuTu বেঞ্চমার্কের বিচারে সেরা দশটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন

  1. Oppo Find X7.
    2.iQOO 12 Pro
  2. Asus ROG Phone 8 Pro
  3. Oppo Find X7 Ultra
  4. iQOO 12
  5. OnePlus 12
  6. Red Magic 9 Pro Plus
  7. iQOO Neo 9 Pro
  8. Vivo X100 Pro
  9. Vivo X100

জানুয়ারি, 2024 AnTuTu বেঞ্চমার্কের বিচারে সেরা দশটি ফ্ল্যাগশিপ-কিলার স্মার্টফোন

  1. Redmi K70E
  2. Realme GT Neo 5 SE
  3. Redmi Note 12 Turbo
  4. Oppo Reno 11
  5. iQOO Z8
  6. iQOO Neo 7 SE
  7. Redmi Note 12T Pro
  8. OnePlus Ace Racing Edition
  9. Redmi K60E
  10. Realme GT Neo 3
সঙ্গে থাকুন ➥