ভারতে আসছে Mi Watch Revolve এবং Mi Band 5, পাবেন ১৪ দিনের ব্যাটারি ব্যাকআপ

Avatar

Updated on:

ভারতে স্মার্টফোন ছাড়াও স্মার্ট টিভি, মি ব্যান্ড প্রভৃতির জন্য জনপ্রিয় Xiaomi। এছাড়াও কোম্পানিটি ভারতে অনেক লাইফস্টাইল প্রোডাক্টও লঞ্চ করেছে। এবার Xiaomi তাদের প্রথম স্মার্টওয়াচ ভারতে আনছে। জনপ্রিয় টিপ্সটার ঈশান অগ্রবাল আজ ৯১মোবাইলস কে জানিয়েছেন যে, Xiaomi খুব শীঘ্রই Mi Watch Revolve এবং Mi Band 5 লঞ্চ করবে। তিনি আরও বলেছেন, মি ওয়াচ রিভলভ আসলে চীনে লঞ্চ হওয়া Mi Watch Color এর রিব্রান্ডেড ভার্সন হবে।

ভারতে স্মার্টফোন ছাড়াও স্মার্ট টিভি, মি ব্যান্ড প্রভৃতির জন্য জনপ্রিয় Xiaomi। এছাড়াও কোম্পানিটি ভারতে অনেক লাইফস্টাইল প্রোডাক্টও লঞ্চ করেছে। এবার Xiaomi তাদের প্রথম স্মার্টওয়াচ ভারতে আনছে। জনপ্রিয় টিপ্সটার ঈশান অগ্রবাল আজ ৯১মোবাইলস কে জানিয়েছেন যে, Xiaomi খুব শীঘ্রই Mi Watch Revolve এবং Mi Band 5 লঞ্চ করবে। তিনি আরও বলেছেন, মি ওয়াচ রিভলভ আসলে চীনে লঞ্চ হওয়া Mi Watch Color এর রিব্রান্ডেড ভার্সন হবে।

প্রসঙ্গত জুন মাসে শাওমি, মি ব্যান্ড ৫ কে চীনে লঞ্চ করেছিল। এটি ভারতে মি ব্যান্ড ৪ এর আপগ্রেড ভার্সন হিসাবে আসবে। তবে Mi Watch Revolve কে কোম্পানি সর্বপ্রথম ভারতেই লঞ্চ করতে চলেছে। তবে এদের সঠিক লঞ্চ ডেট এখনও জানা যায়নি। এমনকি Xiaomi এর তরফেও মি ওয়াচ রিভলভ এবং মি ব্যান্ড ৫ ভারতে লঞ্চ নিয়ে কিছু জানানো হয়নি।

Mi Watch Color স্পেসিফিকেশন:

এতে গোলাকার ১.৩৯ ইঞ্চি এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। যার পিক্সেল রেজুলেশন ৪৫৪ x ৪৫৪। এর GPS+Glonass চিপ Beidou সাপোর্ট করে না এবং এটি পুরোপুরি WearOS এর সাথে আসেনি। ফলে আপনি অতিরিক্ত অ্যাপ ইনস্টল করতে পারবেন না। তবে এতে ৪২০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৪ দিনের দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করবে। এটি অ্যান্ড্রয়েড ৪.৪ এর ওপরের সমস্ত সিস্টেমে কাজ করবে।

মি ওয়াচ কালারে পাবেন হার্ট রেট সেন্সর, এক্সেলেরেশন সেন্সর, জাইরোস্কোপ, জিওম্যাগনেটিক সেন্সর, ব্যারোমেট্রিক সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর। আবার এর দ্বারা আপনি স্লিপ ও ফিটনেস ট্র্যাক করতে পারবেন। এতে ১০টি গেমিং মোড দেওয়া হয়েছে। আবার এতে ব্যবহার করা হয়েছে Xiaomi এর নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার। এতে ৫ এটিএম (৫০ ফুট) জল রোধী। এতে এনএফসি চিপ সাপোর্ট করে।

Mi Band 5 এর কিছু ফিচার-

• বড় ডিসপ্লে- Mi Band 5-এ আপনারা পাচ্ছেন ১.১ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এটি একটি মোনোকালার ডিসপ্লে যার রেজুলেশন ১২৬×২৯৪ পিক্সেল। ডিসপ্লে প্রোটেকশনের জন্য এতে আছে ২.৫ডি টেম্পার গ্লাস। আগের মডেল থেকে এই মডেলের বেজেল একটু কম আছে এবং ডিসপ্লে একটু বড়। এছাড়াও এবার থেকে আপনারা এই ব্যান্ডের ইন্টারফেসে ১০০-র থেকেও বেশি নতুন অ্যানিমেটেড ওয়াচ ফেস দেখতে পাবেন।

• ১১টি নতুন স্পোর্টস মোড- শাওমির নতুন ব্যান্ডের আপনারা ১১টি স্পোর্টস মোড পেয়ে যাবেন, যেখানে Mi Band 4-এ ছিল ৬টি স্পোর্টস মোড। এই নতুন মোডের মধ্যে রয়েছে রানিং, ট্রেডমিল, সাইকেলিং, বাইকিং, ফ্রিষ্টাইল, ফুল সুইমিং, এলিপটিক্যাল, রোইং মেশিন, ইনডোর সাইকেলিং এবং যোগা। এছাড়াও এতে মহিলাদের ঋতুস্রাব চক্র ট্র্যাক করার ব্যবস্থা এবং PAI স্কোরিং সিস্টেম দেওয়া হয়েছে।

• স্লিপ ট্র্যাকিং এবং ব্লাড অক্সিজেন ট্র্যাকিং- এই নতুন ট্রেকিং ফিচারের মাধ্যমে আপনারা নিজের ঘুম ট্র্যাক করতে পারবেন। আপনার ঘুমিয়ে পড়ার পরেও এই ব্যান্ড আপনার হার্ট রেট ট্র্যাক করতে পারবে। শুধু তাই নয় ডেটা কালেক্ট করার পরে এই ব্যান্ড আপনাকে জানিয়ে দেবে যে, আপনি কিভাবে আরো ভালোভাবে ঘুমাতে পারবেন। Mi Band 5-এ বিল্ট-ইন SpO2 ( ব্লাড অক্সিজেন ট্র্যাকার ) দেওয়া হয়েছে। যদিও গ্লোবাল এডিশনে এই ফিচার নেই। এর মাধ্যমে ব্যান্ড লাগাতার ৮ ঘন্টা পর্যন্ত প্রতি সেকেন্ডে আপনার রক্তের অক্সিজেন লেভেল ট্র্যাক করতে পারবে। এই ফিচারটি Mi Band 4-এ ছিল না।

• ম্যাগনেটিক চার্জিং এবং ১৪ দিনের ব্যাটারি ব্যাকআপ- নতুন স্পোর্টস মোড এবং ট্র্যাকিং ফিচারের সাথে আপনারা নতুন ম্যাগনেটিক চার্জিং ফিচার পেয়ে যাচ্ছেন এই নতুন এমআই ব্যান্ডে। এই ব্যান্ডে ১০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারী দেওয়া হয়েছে এবং কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে এই ব্যাটারি আপনাকে ১৪ দিনের ব্যাকআপ দেবে।

• এনএফসি এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট- চিনে এই ব্যান্ডে এনএফসি এবং XiaoAI সাপোর্ট পাওয়া যাচ্ছে। তবে এর গ্লোবাল ভ্যারিয়েন্টে এই সাপোর্ট পাওয়া যাবে না।

সঙ্গে থাকুন ➥