বছরে স্যালারি ৭.৪ কোটি টাকা, লোক খুঁজছে Netflix, কি কাজ জেনে নিন

Avatar

Published on:

Netflix Appointing AI Manager

জনপ্রিয় ওটিটি ( OTT) প্ল্যাটফর্ম Netflix তার ম্যানেজার পদে নিযুক্ত করার জন্য এআই (AI ) ম্যানেজারের খোঁজ করছে। আর এই কাজের জন্য কোম্পানিটি বার্ষিক ৯ লাখ ডলার অর্থাৎ প্রায় ৭.৪ কোটি টাকা বেতন দেবে বলেও জানিয়েছে। আসলে কোম্পানিটি মেশিন লার্নিং প্রোগ্রাম এবং রিমোট ওয়ার্কিংয়ে গুরুত্ব বাড়ানোর জন্য একজন এআই ম্যানেজার নিয়োগ করতে চাইছে। প্রোডাক্ট ম্যানেজারের মাধ্যমে কোম্পানি মেশিন লার্নিং প্রোগ্রাম-এর লিভারেজ বাড়ানোর সাথে, কনটেন্ট অধিগ্রহণ, পার্সোনালাইজিং ইউজার রেকমেন্ডেশন সহ সকল রকম ব্যবসায় এআইকে যুক্ত করতে চাইছে।

Netflix এর টেকনিক্যাল ডিরেক্টর এর বেতন ৫ কোটি টাকা

এছাড়াও নেটফ্লিক্স তার গেমিং স্টুডিওর জন্য একজন টেকনিক্যাল ডাইরেক্টর নিয়োগ করতে চলেছে। কোম্পানি জানিয়েছে , এই পদে কাজ করার জন্য এআই জানা অত্যন্ত আবশ্যক। আর এই পজিশনের জন্য কোম্পানি ৬.৫ লাখ ডলার অর্থাৎ ৫ কোটি টাকা বার্ষিক বেতন অফার করছে। উল্লেখ্য, বিভিন্ন ইউনিয়ন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির কর্মীদের বেতনের উপর এআই-এর প্রভাব পরায় ধর্মঘট শুরু হয়েছে, আর এমন সময় কোম্পানিটির এই শূন্য পদের ঘোষণা আরো তাদের মনে বিক্ষোভের সৃষ্টি করেছে।

হলিউড ইউনিয়ন শুরু করেছে প্রতিবাদ

হলিউড ইউনিয়নের এক নেতা জানিয়েছেন যে, এআই এবং এর অ্যালগরিদম যথেষ্ট শক্তিশালী। স্যাগ আফট্রা নামের ওই নেতা ফ্রান ড্রেস্টার টাইম ম্যাগাজিনকে জানিয়েছেন যে, ‘এখন থেকে অ্যালগরিদম এটা ঠিক করবে যে, ব্যবহারকারীদের একটি সিজনে কতগুলো এপিসোড দেখানো দরকার, আর একটি সিরিজে কতগুলো সিজন প্রয়োজন। এর দ্বারা প্রতি সিজনে এপিসোড-এর সংখ্যা কমিয়ে ৬ থেকে ১০ এর মধ্যে আনা হবে।’

উনি আরো জানিয়েছেন যে , ‘আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া এই বিজনেস মডেল স্বাভাবিকভাবেই আমাদের রোজগারের উপর প্রভাব ফেলবে। যার ফলে বেতন কমে যাওয়ায় সমস্যার সম্মুখীন হতে হবে সকল কর্মীকে।’

সঙ্গে থাকুন ➥