ফের স্বমহিমায় Facebook-এ ফিরছে ডোনাল্ড ট্রাম্প? ৭ জানুয়ারির মধ্যে সিধান্ত নেবে Meta

Avatar

Updated on:

Donald Trump can come back on Facebook

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) কে Facebook ব্যবহার করার অনুমতি দেওয়া হবে কিনা তা ৭ জানুয়ারির মধ্যে সিধান্ত নেবে Meta। উল্লেখ্য, প্রায় দুবছর বছর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট কে ব্যান করে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া কোম্পানিটি।

তবে এখন ট্রাম্পকে Facebook এবং Instagram ব্যবহার করার অনুমতি দেওয়া হবে কিনা তা নির্ধারণের জন্য মেটা তার পাবলিক পলিসি, কন্টেন্ট পলিসি এবং পাবলিক রিলেশনস বিভাগের সদস্যদের নিয়ে একটি দল গঠন করেছে। তারা এবিষয়ে ৭ জানুয়ারির মধ্যে সিধান্ত নেবেন।

সূত্রের খবর, ট্রাম্পকে টুইটার ব্যবহারের অনুমতি দেওয়ার পরেই চাপের মুখে পড়েছে মেটা। টুইটারের নতুন মালিক ইলন মাস্ক গত নভেম্বরে ট্রাম্পের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। যদিও ট্রাম্প নিজে টুইটার ব্যবহারে আগ্রহ দেখাননি।

জানিয়ে রাখি, ২০২১ সালের জানুয়ারিতে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ক্যাপিটল হিলে সহিংসতার অভিযোগ এবং নির্বাচনে কারচুপি এবং নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার জন্য এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল।

সঙ্গে থাকুন ➥