ভারতের পর শ্রীলঙ্কার টেলিকম বাজারে রাজ করতে চলেছে Reliance Jio

Avatar

Published on:

Reliance Jio Acquire Govt Stake in Sri Lanka Telecom

ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর Reliance Jio, যার এই মুহূর্তে ভারতে ৪৫০ মিলিয়ন ওয়্যারলেস গ্রাহক বিদ্যমান। তবে ভারতের পাশাপাশি আন্তর্জাতিক টেলিকম অপারেটর হয়ে ওঠার জন্য Jio Platforms এবার শ্রীলঙ্কান টেলিকম PLC-এর শেয়ার অধিগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছে৷ আসলে দুর্বল আর্থিক পরিস্থিতির কারণে শ্রীলঙ্কা সরকার বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলিকে বেসরকারীকরণ করতে চাইছে। এর ফলে দেশে কর্মসংস্থান সৃষ্টি হতে পারে এবং ধীরে ধীরে অর্থনীতিরও উন্নতি ঘটতে পারে।

মানি কন্ট্রোলের রিপোর্ট অনুসারে, শ্রীলঙ্কার সরকার বিনিয়োগকারীদের ১০ নভেম্বর পিএলসি এর শেয়ার নেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। এরপর সাম্প্রতিক প্রেস রিলিজ থেকে জানা গেছে, Jio Platforms হল তিনটি সম্ভাব্য বিডারের মধ্যে একটি, যারা জাতীয় টেলিকম পরিষেবা প্রদানকারীর শেয়ার অধিগ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে।

বর্তমানে, শ্রীলঙ্কার সেক্রেটারি ট্রেজারির কাছে পিএলসি এর ৪৯.৫ শতাংশ শেয়ার আছে, যেখানে আমস্টারডাম-ভিত্তিক গ্লোবাল টেলিকমিউনিকেশনের দখলে আছে ৪৪.৯ শতাংশ শেয়ার। আর শেয়ারের অবশিষ্ট অংশ রিটেলদের হাতে রয়েছে।

যাইহোক, জিও ভারতের মতো একটি দেশের বৃহত্তম টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা হলেও, ভারতের বাইরে পরিষেবা প্রদান করা খুব একটা সহজ হবে না। যদিও শ্রীলঙ্কার টেলিকম সংস্থা পিএলসি-এর প্রতি Jio-এর আগ্রহ দেখানো প্রমাণ করে সংস্থাটি শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও বড় নাম হতে চাইছে।

সঙ্গে থাকুন ➥