6G নেটওয়ার্ক প্রযুক্তি নিয়ে বিশেষ উদ্যোগ Samsung এর

Avatar

Published on:

samsung-join-hands-with-princeton-university-to-develop-6g-network-technology

দক্ষিণ কোরিয়ান টেক জয়েন্ট Samsung ইতিমধ্যেই 6G নেটওয়ার্ক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে। আর এই কাজ দ্রুত সমাপ্ত করতে এবার সংস্থাটি আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয় (Princeton University) এর সাথে হাত মেলালো। সংস্থাটির গবেষণা ও উন্নয়ন সংস্থা, স্যামসাং রিসার্চ আমেরিকা (SRA) আজ এই খবর নিশ্চিত করেছে।

পাশাপাশি স্যামসাং ইলেকট্রনিক্স এর তরফেও জানানো হয়েছে যে, তাদের এসআরএ সংস্থা প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ উদ্যোগে ‘নেক্সটজি ইনশিয়েটিভ কর্পোরেট অ্যাফিলিয়েট প্রোগ্রাম’-কে এগিয়ে নিয়ে যেতে কাজ শুরু করেছে। এই প্রোগ্রামে 6G নেটওয়ার্ক প্রযুক্তি নিয়ে গবেষণা করা হবে।

উল্লেখ্য, ক্লাউড ও এজ নেটওয়ার্ক, ইন্টেলিজেন্স সেন্সিং এবং নেটওয়ার্ক রেজিলিয়েন্সসহ বিভিন্ন খাতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে গত বছর এই প্রোগ্রামটি চালু করে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্স।

এসআরএ কর্পোরেট অ্যাফিলিয়েট প্রোগ্রামে এরিকসন, ইন্টেল, মিডিয়াটেক, নোকিয়া বেল ল্যাবস, কোয়ালকম টেকনোলজিস এবং ভোডাফোন সহ অন্যান্য সংস্থাগুলির সাথেও কাজ করবে।

সঙ্গে থাকুন ➥